Indian Railways: 'UPI-তে টাকা আসেনি...', বলেই কব্জি থেকে ছিনতাই ঘড়ি! তারপর? ট্রেনের কামরায় অবিশ্বাস্য কাণ্ড

Last Updated:
Indian Railways: জব্বলপুর থেকে ট্রেন ছাড়ার সময় যাত্রীর UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পর তাকে ওই সিঙাড়া বিক্রেতাকে একটি ঘড়ি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত কী হল জানেন?
1/7
রেলের কামরায় কত ঘটনাই না ঘটে। তবে শনিবার জব্বলপুর থেকে ট্রেন ছাড়ামাত্র যা ঘটল তা হয়তো কোনওদিন কেউ শোনেনি।
রেলের কামরায় কত ঘটনাই না ঘটে। তবে শনিবার জব্বলপুর থেকে ট্রেন ছাড়ামাত্র যা ঘটল তা হয়তো কোনওদিন কেউ শোনেনি।
advertisement
2/7
ট্রেনের কামরায় তখন সিঙাড়া বিক্রি করতে উঠেছিলেন সন্দীপ গুপ্তা নামে এক বিক্রেতা। তিনি এক যাত্রীকে সিঙাড়া দেন। ওই ব্যক্তি অনলাইনে টাকা দেবেন বলে জানান।
ট্রেনের কামরায় তখন সিঙাড়া বিক্রি করতে উঠেছিলেন সন্দীপ গুপ্তা নামে এক বিক্রেতা। তিনি এক যাত্রীকে সিঙাড়া দেন। ওই ব্যক্তি অনলাইনে টাকা দেবেন বলে জানান।
advertisement
3/7
ইউপিআইয়ের মাধ্যমে সিঙাড়ার দাম মেটাতে শুরু করেন যাত্রী। কিন্তু কোনও কারণে সেটি কিছুতেই হচ্ছিল না।
ইউপিআইয়ের মাধ্যমে সিঙাড়ার দাম মেটাতে শুরু করেন যাত্রী। কিন্তু কোনও কারণে সেটি কিছুতেই হচ্ছিল না।
advertisement
4/7
জব্বলপুর থেকে ট্রেন ছাড়ার সময় যাত্রীর UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পর তাকে ওই সিঙাড়া বিক্রেতাকে একটি ঘড়ি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
জব্বলপুর থেকে ট্রেন ছাড়ার সময় যাত্রীর UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পর তাকে ওই সিঙাড়া বিক্রেতাকে একটি ঘড়ি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
advertisement
5/7
পশ্চিম মধ্য রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেন,
পশ্চিম মধ্য রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেন, "ঘটনাটি ১৭ অক্টোবর সন্ধ্যায় ঘটে। জব্বলপুর স্টেশনে, একজন বিক্রেতার কাছে একজন যাত্রীর কিছু কেনার পর তার ঘড়ি ছিনিয়ে নেন।"
advertisement
6/7
তিনি আরও জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, রেলওয়ে প্রশাসন বিক্রেতাকে শনাক্ত করে এবং তাকে রেলওয়ে আইনের অধীনে গ্রেফতার করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়। (ছবি সৌজন্যে এ আই)
তিনি আরও জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, রেলওয়ে প্রশাসন বিক্রেতাকে শনাক্ত করে এবং তাকে রেলওয়ে আইনের অধীনে গ্রেফতার করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়। (ছবি সৌজন্যে এ আই)
advertisement
7/7
যে লাইসেন্সের অধীনে তিনি কাজ করতেন তা বাতিল করা হচ্ছে। বিক্রেতার নাম সন্দীপ গুপ্ত।
যে লাইসেন্সের অধীনে তিনি কাজ করতেন তা বাতিল করা হচ্ছে। বিক্রেতার নাম সন্দীপ গুপ্ত।
advertisement
advertisement
advertisement