বন্ধুদের সঙ্গে গানের জলসা, তারপর মদ্যপান, নিখোঁজ যুবকের মৃতদেহ জাতীয় সড়কে পড়ে!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মৃত বন্ধুকে ফেলে রেখেই পালায় দুই যুবক, খুন না দুর্ঘটনা পরতে পরতে রহস্য৷
#হাওড়া: সাঁকরাইলের পর ডোমজুড়, হাওড়ায় ফের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার | পলাতক মৃতের দুই বন্ধু কে পরে আটক করে পুলিশ | খুন না দুর্ঘটনা তদন্তে ডোমজুড় থানার পুলিশ | সাঁকরাইল থানার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরেক যুবকের দেহ উদ্ধার। মৃতের নাম সাজিদ রহমান মীর (৩২)। সোমবার বিকালে দুই বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সাজিদ । এরপরেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর।
সারারাত এদিক সেদিক খোঁজ করলেও কোনও খোঁজ পাওয়া যায়নি | শেষপর্যন্ত মঙ্গলবার ডোমজুড়ে জাতীয় সড়কের ধারে সাজিদের দেহ উদ্ধার হয়। খোঁজ খবর করতে গিয়ে জানা যায় সাজিদ তাঁর দুই বন্ধু শ্রীকান্ত বিশ্বাস আর শেখ সাদ্দামের সাথে বিকালের দিকে দেখা গিয়েছিলো কিন্তু সাজিদের দেহ উদ্ধারের পর থেকেই তাদেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না | যে বাইকে করে তারা ঘুরছিল সেই বাইকটি পলাতক এক বন্ধুর পরিচিতর বাড়ি থেকে উদ্ধার হয় |
advertisement
আরও পড়ুন - Weather Update: প্রবল ঝোড়ো হাওয়ায় তুলকালাম, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, আবহাওয়ার বড় আপডেট
advertisement
জানা যায় সাদ্দাম আর শ্রীকান্ত এসে গাড়িটি রেখে যায়, সেই পরিবারের দাবি , সাদ্দামরা জানিয়েছিল তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এখানে রেখে গেছে | গাড়ি রাখার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না | নিখোঁজ তাঁর দুই বন্ধু, সাদ্দাম এবং শ্রীকান্ত। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে । পরবর্তী কালে এলাকার মানুষ এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে সাদ্দামকে ধরে ফেলে | সাদ্দাম জানায় তারা একটি গানের অনুষ্ঠানে যাবে বলে সোমবার বিকেলে সাজিদকে তাঁরা ডেকে নিয়ে যায় | এরপর তারা অনুষ্ঠান দেখে খাওয়াদাওয়া এবং মদ্যপান করে বাড়ি ফিরছিল সেই সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে, তিনজন পরে যায়, সাদ্দাম আর শ্রীকান্ত উঠতে পারলেও সাজিদ উঠছিল না | তখন তারা ভয় পেয়ে সাজিদকে ওখানেই রাস্তার ধরে ফেলে রেখে পালিয়ে যায় |
advertisement
আরও পড়ুন - Bollywood Gossip: ‘‘প্রাইভেট পার্ট দেখাও’’ , পদ্মাবত অভিনেতার চাঞ্চল্যকর বয়ানে ফের কাস্টিং কাউচে সামনে
পরবর্তীকালে স্থানীয়দের সাহায্যে সাদ্দাম ও শ্রীকান্তকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে | সাজিদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, পাশাপাশি সাদ্দাম ও শ্রীকান্তরও শরীরে আঘাত চিহ্ন পাওয়া যায় | তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ | সাদ্দাম ও শ্রীকান্তের বিরুদ্ধে সাজিদের পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে | রাত পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার না করলেও তাদের চিকিৎসা করানোর পর তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে |
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 9:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুদের সঙ্গে গানের জলসা, তারপর মদ্যপান, নিখোঁজ যুবকের মৃতদেহ জাতীয় সড়কে পড়ে!