Howrah News: বুধবারও যাত্রী ভোগান্তির ছবি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: বুধবারও যাত্রী ভোগান্তির ছবি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়! এক্সপ্রেস ও লোকাল ট্রেন যাত্রীরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে
হাওড়া: বুধবারও যাত্রী ভোগান্তির ছবি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়! এক্সপ্রেস ও লোকাল ট্রেন যাত্রীরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে। বুধবারও সকালে অফিস টাইমে দারুণ সমস্যায় পড়েন যাত্রীরা। সোমবার থেকে টানা যাত্রী ভোগান্তি, বাধ্য হয়ে ট্রেন ছেড়ে সড়কপথ বেছে নেন বহু লোকাল ট্রেন যাত্রী।
এদিকে সিংহভাগ যাত্রী স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে। সোমবারের পর মঙ্গলবার যে ছবি দেখা গিয়েছিল হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের হাহাকার। এদিনও ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা রয়েছে স্টেশনে। গরমের দিনে এমন সমস্যা নাজেহাল যাত্রীরা। সমস্যার জেরে ক্ষুব্ধ একাংশের রেল যাত্রী।
advertisement
advertisement
সোমবার থেকে চরম যাত্রী ভোগান্তি দক্ষিণ পূর্ব রেলে। অত্যাধুনিক সিগনাল সিস্টেমের কাজ সম্পন্ন হয় রবিবার। রেলের তরফে জানা যায়, আধুনিক সিস্টেম ডেভেলপমেন্ট কাজে যাত্রী ভোগান্তির যতটা কম করা যায়, সেই গুরুত্ব রেখে তুলনামূলক কম সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে। সেই দিক থেকে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হয়েছে দ্রুত।
আরও পড়ুন: ‘হুইস্কি’ না ‘বিয়ার’ কোনটি ‘কম’ ক্ষতিকর…? স্বাস্থ্যের জন্য কোনটি ভাল, জানুন বিশেষজ্ঞদের মত
advertisement
নতুন করে সমস্যা তৈরি হয় সোমবার। সোমবার ছোট ছোট কিছু সমস্যার সামনে আসে যার ফলে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটে। সমস্যায় পড়েন হাওড়া-খড়গপুর শাখার লোকাল ও দূরপাল্লার উভয় যাত্রীরা। সমস্যা সমাধানের পরেও যাত্রী ভোগান্তির রেশ মঙ্গলবারও ছিল। যদিও সোমবারে তুলনায় কিছুটা পরিবর্তন হয় মঙ্গলবার।
advertisement
এরপর ফের বুধবার সকাল থেকে দেখা যায় যাত্রী ভোগান্তি। বহু যাত্রী ট্রেনের জন্য অপেক্ষায় স্টেশনে দুপুরের পরেও একই ছবি যদিও মঙ্গলবারে তুলনায় কিছুটা পরিবর্তন। বুধবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। ট্রেন সময় পরিবর্তন করে কিছুটা দূরত্ব কম হয়েছে। রেলের তরফে আগেই জানানো হয়, পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হয়ে স্বাভাবিক ছন্দে ফিরবে।
advertisement
এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান, মঙ্গলবারের থেকে বুধবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। নতুন করে কিছু সমস্যা দেখা দেয়নি। এখনও পর্যন্ত ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেই। তবে অধিকাংশ ট্রেন একটু দেরিতে চলছে। নতুন করে কোনও সমস্যা তৈরি না হলে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই জানান।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 9:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বুধবারও যাত্রী ভোগান্তির ছবি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়









