আজারবাইজানে ভারতের '১ টাকার' দাম কত বলুন তো...? শুনলেই চমকে যাবেন!

Last Updated:
Azerbaijan: প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটির গুরুত্ব কত? আজারবাইজানে বেড়ানো কী আদৌ সস্তা? দুই দেশের মধ্যে আদতে কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী?
1/11
পাক বন্ধু আজারবাইজানকে বয়কটের ডাক এখন ভারত জুড়ে! ভারত এবং পাকিস্তানের মধ্যেসংঘাত আবহে চিন, তুরস্কের পরেই যে দেশটির নাম উঠে এসেছে লাইমলাইটে সেই দেশ হল 'আজারবাইজান'। Representative Image 
পাক বন্ধু আজারবাইজানকে বয়কটের ডাক এখন ভারত জুড়ে! ভারত এবং পাকিস্তানের মধ্যেসংঘাত আবহে চিন, তুরস্কের পরেই যে দেশটির নাম উঠে এসেছে লাইমলাইটে সেই দেশ হল 'আজারবাইজান'। Representative Image
advertisement
2/11
যখন বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার নিন্দা করছে, তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল দুই দেশ- তুরস্ক এবং আজারবাইজান। একদিকে ভারতের কাছ থেকে সবরকম সাহায্য নেওয়া সত্বেও পাকিস্তানকে একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক। অন্যদিকে একই পথে হেঁটেছে আরেক ইসলামিক রাষ্ট্র আজারবাইজানও। Image: News18
যখন বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার নিন্দা করছে, তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল দুই দেশ- তুরস্ক এবং আজারবাইজান। একদিকে ভারতের কাছ থেকে সবরকম সাহায্য নেওয়া সত্বেও পাকিস্তানকে একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক। অন্যদিকে একই পথে হেঁটেছে আরেক ইসলামিক রাষ্ট্র আজারবাইজানও। Image: News18
advertisement
3/11
চিরকালই আর্মেনিয়ার জাত শত্রু এই আজারবাইজানের পক্ষ নিয়ে এসেছে পাকিস্তান। আর এবার সেই পাকিস্তানের পাশেই কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছে আজারবাইজান। আর তাতেই ভারতীয় সমাজ মাধ্যমে রোষের মুখে এই দেশ।
চিরকালই আর্মেনিয়ার জাত শত্রু এই আজারবাইজানের পক্ষ নিয়ে এসেছে পাকিস্তান। আর এবার সেই পাকিস্তানের পাশেই কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছে আজারবাইজান। আর তাতেই ভারতীয় সমাজ মাধ্যমে রোষের মুখে এই দেশ।
advertisement
4/11
পাকিস্তানের দুই শুভাকাঙ্ক্ষীকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। ইতিমধ্যেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের দুই শুভাকাঙ্ক্ষীকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। ইতিমধ্যেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/11
ছোট্ট এই দেশটিতে মাত্র ১ কোটি মানুষের বসবাস। ভারত-পাক সংঘাতের আগে এদেশের অনেকেই আজারবাইজানের নামও কার্যত জানতেন না। গোটা বিশ্বের নিরিখে আয়তনের দিক থেকে আজারবাইজানের অবস্থান ১১২ নম্বরে আর জনসংখ্যার দিক থেকে ৯০ নম্বরে।
ছোট্ট এই দেশটিতে মাত্র ১ কোটি মানুষের বসবাস। ভারত-পাক সংঘাতের আগে এদেশের অনেকেই আজারবাইজানের নামও কার্যত জানতেন না। গোটা বিশ্বের নিরিখে আয়তনের দিক থেকে আজারবাইজানের অবস্থান ১১২ নম্বরে আর জনসংখ্যার দিক থেকে ৯০ নম্বরে।
advertisement
6/11
এমনিতে ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে যথেষ্ট নামডাক থাকলেও রাতারাতি আজারবাইজানের ক্ষেত্রেও বাতিল হয়েছে একাধিক বুকিং। রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ এই দেশ তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বাতিল করেছেন এদেশের মানুষ।
এমনিতে ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে যথেষ্ট নামডাক থাকলেও রাতারাতি আজারবাইজানের ক্ষেত্রেও বাতিল হয়েছে একাধিক বুকিং। রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ এই দেশ তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বাতিল করেছেন এদেশের মানুষ।
advertisement
7/11
এই প্রসঙ্গে জনপ্রিয় ট্রাভেল কোম্পানি ইজমাইট্রিপ জানায়, ভারতীয়রা বেঁকে বসায় তুরস্ক ও আজারবাইজানের একাধিক ফ্লাইট ও হোটেল বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়রা যদি সবদিক থেকে এই দুই দেশকে বয়কট করে, সে ক্ষেত্রে আগামী দিনে ধাক্কা খেতে পারে তাদের পর্যটন শিল্প। Image: News 18
এই প্রসঙ্গে জনপ্রিয় ট্রাভেল কোম্পানি ইজমাইট্রিপ জানায়, ভারতীয়রা বেঁকে বসায় তুরস্ক ও আজারবাইজানের একাধিক ফ্লাইট ও হোটেল বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়রা যদি সবদিক থেকে এই দুই দেশকে বয়কট করে, সে ক্ষেত্রে আগামী দিনে ধাক্কা খেতে পারে তাদের পর্যটন শিল্প। Image: News 18
advertisement
8/11
ভ্রমণের জন্য ভারতীয়দের মধ্যে আজারবাইজানের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু তার পিছনে কারণ কী? শুধুই কি প্রাকৃতিক সৌন্দর্য? নাকি আছে আরও কিছু অর্থনৈতিক ও সামাজিক কারণ! Image: News 18
ভ্রমণের জন্য ভারতীয়দের মধ্যে আজারবাইজানের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু তার পিছনে কারণ কী? শুধুই কি প্রাকৃতিক সৌন্দর্য? নাকি আছে আরও কিছু অর্থনৈতিক ও সামাজিক কারণ! Image: News 18
advertisement
9/11
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটির গুরুত্ব কত? আজারবাইজানে বেড়ানো কী আদৌ সস্তা? দুই দেশের মধ্যে আদতে কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী? Image: News 18
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটির গুরুত্ব কত? আজারবাইজানে বেড়ানো কী আদৌ সস্তা? দুই দেশের মধ্যে আদতে কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী? Image: News 18
advertisement
10/11
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
advertisement
11/11
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
advertisement
advertisement
advertisement