Howrah News: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে!

Last Updated:

Howrah News: হাওড়ার বোটানিক্যাল গার্ডেন সারা বছর দেশের মানুষের আকর্ষণ থাকে, বিরল উদ্ভিদ এবং প্রাকৃতিক সৌন্দর্য করতে সমস্ত বয়সের মানুষ ছুটে আসেন, এবার মহিলা ও শিশুদের জন্য বিশেষ উদ্যোগ

+
শিশু

শিশু ও মহিলাদের জন্য নয়া উদ্যোগ হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে

হাওড়া: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে! হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে ২৭০ বছর প্রাচীন পৃথিবী বিখ্যাত বটগাছ। বোটানিক্যাল গার্ডেন মানে বিশাল পাতার জলজ ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম সহ হাজারও বিরল উদ্ভিদ। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই উদ্ভিদ উদ্যানে এসে হাজির হয়।জানা যায় এটি ইংল্যান্ডের একটি গার্ডেনের অনুকরণে তৈরি হয়েছিল। একসময় এই গার্ডেন কোম্পানির বাগান নামে পরিচিত ছিল। একাধিকবার নাম পরিবর্তন হয়ে বর্তমানে আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যান নামে পরিচিত।
সারা বছর অসংখ্য মানুষের উপস্থিত হয়, শিশু থেকে বৃদ্ধ সকলের আকর্ষণে এই উদ্যান। এই উদ্যানে পর্যটকদের আকর্ষিত করতে নানা ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নানা ভাবে মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এখানে। এবার সঙ্গে মহিলা ও শিশুদের দিক গুরুত্ব রেখে ভাবনার বোটানিক্যাল গার্ডেন মহিলা শৌচালয় এবং শিশুকে দুগ্ধপানের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কয়েক বছরে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন নানা দিক থেকে সংযোজন যা আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ বেড়েছে। যেমন প্রকৃতির পথ, বনজ ফলের বাগান, জলজ উদ্ভিদ বিভাগ, ভেষজ উদ্যান, গোলাপবাগন। এছাড় ২০২৪ সালের শেষ দিকে একগুচ্ছ পরিকল্পনা। কিংস লেকে পুনরায় বোটিং পরিষেবা। পর্যটকদের সুবিধার্থে ব্যাটারি যানবাহনে চড়ে সমগ্র উদ্যান ঘুরে বেড়ানোর সুবিধা। উদ্যানের মধ্যে রেস্টুরেন্ট এ খাবার সুবিধা। এরমধ্যে সর্বাধিক আকর্ষণের চায়ের বাগিচ।
advertisement
আরও পড়ুন: Alchohol: মদ্যপানের পর ‘অ্যালকোহল’ কতক্ষণ পর্যন্ত ধরা পড়ে ‘ইউরিন’ ও’ব্রেথ টেস্ট’-এ? শরীর থেকে মদ সম্পূর্ণ বার হতে কতক্ষণ লাগে? পড়ুন
বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছের খুব কাছেই চা’য়ের বাগিচা গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি মহিলা পর্যটকদের সুবিধার্থে শৌচালয় এর সুব্যবস্থা এবং মা ও শিশুর সুবিধার্থে ফিডিং জন ( শিশু মাতৃদুগ্ধ পানের) সুরক্ষিত ঘর। যা দারুণভাবে পর্যটকদের সুবিধা প্রদান করবে।এ প্রসঙ্গে উদ্যান অধিকর্তা দেবেন্দ্র সিং জানান, এতে মহিলাদের দারুন সুবিধা হবে। দীর্ঘদিনের পরিকল্পনা এবং বহু পর্যটক এর আবেদনেই এই সিদ্ধান্ত বলেই তিনি জানান।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এবার মহিলা পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ বোটানিক্যাল গার্ডেনে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement