Howrah News: হঠাৎ হাতে উঠে এল লোডেড পিস্তল! সিসিটিভি ফুটেজে হাড়হিম ছবি! ভয়ে শিউরে উঠল হাওড়া...

Last Updated:

Howrah News: হাতে পিস্তল, পিঠে টাকার Bagpack... ভরদুপুরে হাওড়া যা দেখল হার মানবে হিন্দি সিনেমা!

রোমহর্ষক ডাকাতি হাওড়ায়
রোমহর্ষক ডাকাতি হাওড়ায়
#হাওড়া: দিনেদুপুরে ডাকাতি করে পালাচ্ছিল ডাকাত দল। পিঠে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল তারা। কিন্তু পরিস্থিতি প্রতিকূল তৈরি হতেই পকেট থেকে হাতে উঠে এল লোডেড পিস্তল। কিন্তু তার পরও পুলিশ তাদের ধরতে পারল না। প্রায় এক কোটি টাকা ডাকাতি করে চম্পট দিল তারা। ট্যাক্সি চড়ে পালাচ্ছিল চার যুবক। সেই ট্যাক্সি জ্যামে পড়তেই বেরিয়ে পড়ে পিস্তল। ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah News)।
একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটে চলেছে (Bangla News)। নদিয়া, হাবড়ার পর এবার প্রকাশ্য দিবালোকে ডাকাতির র ঘটনা ঘটল হাওড়ার (Howrah Dacoity) কর্মব্যস্ত এলাকায়। তাজ্জব হয়ে গিয়েছেন এলাকার মানুষ। দিনে দুপুরে প্রায় এক কোটি টাকা লুঠ করে চম্পট দিল ডাকাত (Bangla News)। একটি লোহার দোকানে দিনের বেলাতেই ডাকাতির ঘটনাটি ঘটে। CCTV ফুটেজে (CCTV Footage) ধরা পড়ে হাড়হিম ছবি যা ইতিমধ্যেই ভাইরাল (Viral)।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতি (Howrah News) করে ট্যাক্সি চড়ে পালাচ্ছিল ওই দল। কিন্তু রাস্তায় যানজট তৈরি হওয়ায় ফ্যাঁসাদে পড়ে যায় তারা। ট্যাক্সি থেকে বেরিয়ে পড়তে হল। এরপরেই বেগতিক দেখে পকেট থেকে পিস্তল বার করে উঁচিয়ে দৌড় লাগে ওই ডাকাত দলটি। প্রকাশ্য রাস্তায় পথচারীদের চমকে দিয়ে পিস্তল উঁচিয়ে দৌড়োতে থাকে ডাকাতরা (Howrah Dacoity)। দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায়। তবে পুলিশ সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে নিয়েছে।
advertisement
মঙ্গলবার সকালে বেলিলিয়াস রোডের একটি লোহার দোকান লুঠ করে চার ডাকাত (Dacoits)। নগদ এক কোটি টাকা লুঠ করে তারা। পুলিশের সূত্র বলছে, ডাকাতদের চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) জোগাড় করা হয়েছে। দ্রুত তাদের ধরে ফেলা হবে। সব আঁটঘাট বেঁধে ফেলা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। দোকানের মালিকের সঙ্গে কথা হয়েছে। ওই ট্যাক্সি চালকের সঙ্গে কথা চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হঠাৎ হাতে উঠে এল লোডেড পিস্তল! সিসিটিভি ফুটেজে হাড়হিম ছবি! ভয়ে শিউরে উঠল হাওড়া...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement