West Bengal Airport: বিরাট সুখবর! দ্রুত বাণিজ্যিক পরিষেবা রাজ্যের এই বিমানবন্দরে! আলোচনায় তুমুল তৎপর নবান্ন...

Last Updated:

West Bengal Airport: ৯০ আসনবিশিষ্ট বিমান পরিষেবা কোচবিহার এয়ারপোর্ট থেকে শুরু করা যায় নাকি তা নিয়েই বিমান সংস্থা গুলির মনোভাব বুঝতে চাইছে রাজ্য।

বিমানবন্দর চালু সময়ের অপেক্ষা?
প্রতীকী ছবি।
বিমানবন্দর চালু সময়ের অপেক্ষা? প্রতীকী ছবি।
প্রাথমিকভাবে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইনস সংস্থার সঙ্গে এই আলোচনা হবে বলে জানা গিয়েছে। মূলত এয়ারলাইন্স সংস্থাগুলি কোচবিহার এয়ারপোর্ট (West Bengal Airport) থেকে কোন কোন রুটে পরিষেবা শুরু করতে চাইছে, ৯০ আসনবিশিষ্ট বিমান দিতে পারবে কিনা, বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে তাদের কী ভাবনা সেই বিষয় সম্পর্কে বুঝতে চাইছে নবান্ন।
advertisement
advertisement
গত সপ্তাহে মুখ্যসচিব এই বিষয় নিয়ে কোচবিহার-সহ (Coachbihar Airport) কয়েকটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। মূলত এয়ারলাইন্স সংস্থাগুলি কোচবিহার থেকে কোন কোন রুটে উড়ান পরিষেবা (West Bengal Airport)  চায় তা নিয়েই আগে ধারণা করে নিতে চাইছে নবান্ন। তারপর এই বিষয়টি নিয়ে আরও এগোনোর চিন্তাভাবনা রয়েছে নবান্নের বলেই সূত্রের খবর।
advertisement
ইতিমধ্যেই ৯০ আসনবিশিষ্ট বিমান পরিষেবা (West Bengal Airport)  শুরু করার জন্য কোচবিহার এয়ারপোর্ট রানওয়ে (Coachbihar Airport) পর্যাপ্ত রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এয়ারপোর্ট-এর (Bangla News) বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর।
ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোচবিহার এয়ারপোর্ট  (Coachbihar Airport) পরিদর্শন করেছে। তাদের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। পরিদর্শন করার কথা ডিজিসিএ আধিকারিকদেরও। ডিজিসিএ থেকে ছাড়পত্র পেয়ে যাবে বলেও আশা করছে নবান্ন। সে ক্ষেত্রে কোচবিহার এয়ারপোর্ট থেকে দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চাইছে রাজ্য সরকার।
advertisement
প্রসঙ্গত কোচবিহার বিমানবন্দরের পাশাপাশি বালুরঘাট ও মালদহ এয়ারপোর্ট নিয়ে গত সপ্তাহের বৈঠকে মুখ্যসচিব আলোচনা করেছেন বলে নবান্ন সূত্রে খবর। সে ক্ষেত্রে বালুরঘাট এয়ারপোর্ট এর আরও রানওয়ে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সূত্রের খবর, মালদহ এয়ারপোর্ট নিয়েও বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। যদিও বাগডোগরা বিমানবন্দরের পর কোচবিহার বিমানবন্দরে বাণিজ্যিক পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আর তাই এবার কোচবিহার এয়ারপোর্ট-এ বাণিজ্যিক পরিষেবা দ্রুত শুরু করার জন্য প্রাথমিকভাবে টার্গেট নিয়েছে রাজ্য প্রশাসন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Airport: বিরাট সুখবর! দ্রুত বাণিজ্যিক পরিষেবা রাজ্যের এই বিমানবন্দরে! আলোচনায় তুমুল তৎপর নবান্ন...
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement