Bengal BJP: "বিজেপিকে ভোট দিলে আগুন জ্বালিয়ে দেব..." চিৎকার করে হুঁশিয়ারি বিজেপিরই নেত্রীর! তুলকালাম খড়্গপুরে...

Last Updated:

Bengal BJP: খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ড-এ এমনই চাঞ্চল্যকর হুমকি দিলেন খোদ বিজেপিরই এক নেত্রী।

"বিজেপির একটা ঝাণ্ডাও বাঁধতে দেব না"
"বিজেপির একটা ঝাণ্ডাও বাঁধতে দেব না"
#খড়্গপুর: প্রার্থী তালিকা নিয়ে এবার তুমুল কোন্দল শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। দলীয় প্রার্থীকে ভোট দিলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হল খড়্গপুর শিল্প শহরের বুকে। খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ড-এ এমনই চাঞ্চল্যকর হুমকি দিলেন খোদ বিজেপিরই এক নেত্রী। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু হুমকিই নয়, ক্ষোভে ফেটে পরে ক্যামেরার সামনেই দলীয় পোষ্টার ছিঁড়ে ফেলতে দেখা যায় ওই নেত্রীকে।
বেবি কোলের অভিযোগ, "পুরভোটে দাঁড়ালাম। তারপর আমার কাছে টাকা চাওয়া হচ্ছে। বলা হল, দিদি আপনি যদি দাঁড়াতে চান তাহলে আপনাকে কিছু খরচ করতে হবে। এরপর দেখলাম, এক সপ্তাহ ধরে খুব বিব্রত করছে। তখন জিজ্ঞাসা করলাম, কত দিতে হবে ? বলল, টিকিটের জন্য ৫ লক্ষ টাকা লাগবে। এরা যাদের যাদের টিকিট বিক্রি করেছে, তাদেরই সিলেক্ট করে টিকিট দেওয়া হয়েছে। বিজেপির ভোট আমরা অন্য জায়গায় হতে দেব না। "
advertisement
advertisement
বেবি কোলে নামের ওই বিজেপি নেত্রীকে বলতে শোনা যায়, "বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব।" হুঁশিয়ারির পাশাপাশি মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দেন ওই নেত্রী। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি, এটাই তার প্রমাণ।
advertisement
জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal BJP: "বিজেপিকে ভোট দিলে আগুন জ্বালিয়ে দেব..." চিৎকার করে হুঁশিয়ারি বিজেপিরই নেত্রীর! তুলকালাম খড়্গপুরে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement