West Bengal Covid Update: বড় স্বস্তি রাজ্যের করোনা রিপোর্টে! দীর্ঘদিন পর সংক্রমণের হার নামল ২ শতাংশের নিচে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Covid Update: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বাংলায়। মৃতের সংখ্যাও তিরিশের উপরেই রয়েছে এখনও।
যদিও করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য বেড়েছে, তবু বেশ খানিকটা স্বস্তি দিচ্ছে আজকের বাংলার কোভিড রিপোর্ট। ২ শতাংশের নিচে নামল পজিটিভিটির রেট। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বাংলায়। মৃতের সংখ্যাও তিরিশের উপরেই রয়েছে এখনও। তবে একধাক্কায় অনেকটা কমে ২ শতাংশের নিচে নামল পজিটিভিটি রেট।
advertisement
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে আজ ফের কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা ১০০-এর নিচেই। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।
advertisement
advertisement
এত স্বস্তির মধ্যেও চোখ রাঙাচ্ছে করোনায় মৃতের সংখ্যা। গত কয়েক সপ্তাহ যাবত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা তিরিশের আশপাশে ঘোরাফেরা করছে। সোমবার সংখ্যাটা তিরিশের নিচে নেমেছিল। এদিন ফের মৃত্যু বেড়েছে। একদিনে করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। সর্বোচ্চ মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে (৯)। তার পরেই রয়েছে কলকাতা (৫)। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৪)। সবমিলিয়ে এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৮৪ জন।
advertisement
সোমবার রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ২৪,৭৮৬। তার মধ্যে ২.৫৯ শতাংশ নমুনা পজিটিভ এসেছিল। সেই তুলনায় মঙ্গলবার রাজ্যে করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। একদিনে ৩৯ হাজার ৩৪৭ টি নমুনা পরীক্ষা হয়। তার মধ্যে ১.৮৭ শতাংশ নমুনা করোনা পজিটিভি এসেছে। এই রিপোর্ট দেখে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের চিকিৎসক মহল।
advertisement
করোনাভাইরাসের সংক্রমণের হার বেশ খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও বিধি নিষেধে কোনওরকম ঢিলেমি দিতে নারাজ রাজ্য প্রশাসন। রাজ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফিউ। সামনেই রয়েছে পুরনির্বাচন। তাতে ভারচুয়াল প্রচারেই বেশি জোর দিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোটকে কেন্দ্র করে যাতে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য যথেষ্ট তৎপর প্রশাসন।রকার। ইতিমধ্যে বঙ্গে জারি কড়া বিধিনিষেধ (West Bengal Covid Restrictions)। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বিভিন্ন এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সংগৃহীত ছবি।