Howrah News: কুয়োর জলে ওটা কীসের আওয়াজ! কাতরাচ্ছে বিষধর! হাওড়ায় যা ঘটল, দেখে ভয়ে শিউরে উঠল গোটা এলাকা

Last Updated:

Howrah News: এমন ঘটনা চাউর হতেই স্থানীয়রা সেই কুয়োর ধারে ভিড় জমতে থাকে সাপটিকে দেখতে।

+
কুয়োর

কুয়োর জলে কাতরাচ্ছে লম্বা কেউটে সাপ

হাওড়া: কুয়োয় বিষধর কেউটে! বাড়ির শৌচালয় তৈরি করতে খনন করা হয়েছে কুয়ো। সকালে ঘুম ভাঙতে স্থানীয় মানুষের নজরে জলে পড়ে রয়েছে আস্ত একখানা কেউটে সাপ। এমন ঘটনা চাউর হতেই স্থানীয়রা সেই কুয়োর ধারে ভিড় জমতে থাকে সাপটিকে দেখতে।
মাটি থেকে প্রায় পাঁচ সাত ফুট গভীরে কুয়োর জলে কাতরাচ্ছে প্রায় ৪-৫ ফুটের সাপটি। স্থানীয় এক যুবক মারফত খবর পৌঁছয় পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরার কাছে। সেই খবর শুনেই তড়িঘড়ি বন দফতরে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছন দেবাশিসবাবু।
advertisement
advertisement
দেবাশিস বলেন, ”উলুবেড়িয়ার ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামের বাসিন্দা সনাতন বাগ শৌচালয় তৈরির জন্য একটি কুয়ো খুড়েছিলেন। সকালে দেখেন কুয়োর ভেতর একটি কেউটে সাপ পড়ে ছটফট করছে। তখনই ওখানের বাসিন্দা হেমন্ত পুরকাইত আমার সঙ্গে যোগাযোগ করেন। পরিবেশ কর্মী ও বনদফতরের কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় গভীর কুয়ো থেকে সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় গড়চুমুকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।”
advertisement
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা জানান, কিছু সাপ বিষধর হলেও সতর্কতা অবলম্বন করলে বিপদ এড়ানো সম্ভব। এই বর্ষার সময় সাপের উপদ্রব বাড়তে পারে। জঞ্জালমুক্ত রাখা এবং অন্ধকারে আলো ব্যবহার করে যাতায়াত করলে বিপদ মুক্ত থাকবে মানুষ। তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এই সমস্ত প্রাণীকে রক্ষা করা সকলের কর্তব্য।
advertisement
—রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: কুয়োর জলে ওটা কীসের আওয়াজ! কাতরাচ্ছে বিষধর! হাওড়ায় যা ঘটল, দেখে ভয়ে শিউরে উঠল গোটা এলাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement