Meghalaya Honeymoon Case: ছিঃ! স্বামী রাজাকে খুন করার পরই এমন কাজ করেন সোনম! নিজের পরিচয় দিয়েছিলেন কী বলে জানেন! শুনে পুলিশেরও মাথায় হাত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Honeymoon Case: খুনের পরই সোনমের প্ল্যান কী ছিল, তা সামনে চলে এসেছে। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ধরা পড়েছেন সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ পাঁচ জন।
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। গাজিপুর জেলার সৈয়দপুর এলাকার হোলিপুর (ইনামিপুর) গ্রামের এক তরুণ ছাত্রী উজালা যাদব দাবি করেছেন যে, তিনি রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশীর সঙ্গে বারাণসী রেলস্টেশনের বাইরে এবং পরে বারাণসীর বাস টার্মিনালে 8 মে রাতে দেখা করেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
সোনম আগে দাবি করেছিলেন, তিনি মেঘালয় থেকে সরাসরি উত্তরপ্রদেশের গাজ়িপুর এসেছেন। অথচ পুলিশ জানতে পেরেছে, গত ২৩ মে স্বামী রাজা খুন হওয়ার পর সোনম সোজা চলে গিয়েছিলেন ইন্দোরে। সেখানে একটি ভাড়াবাড়িতে গিয়েছিলেন তিনি। তার মাঝেই গত ২ জুন মেঘালয়ের এক গভীর খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের খোঁজ মিলছিল না।
advertisement
advertisement
advertisement
সোনম সেই বাড়ি ভাড়া নিতে গিয়ে দাবি করেছিলেন, তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজ়াইনার। কাজের সুবিধার জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান। শুধু তাই নয়, ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার সময় পুলিশ দিয়ে তথ্য যাচাইও করানো হয়েছিল। অগ্রিম বাবদ ১৬,০০০ টাকাও দেওয়া হয়েছিল বাড়িওয়ালাকে। এমনকি, চলতি মাসে ওই ফ্ল্যাটে প্রেমিকাকে অনলাইনে ৫,০০০ টাকার চাল-ডাল, খাবারও অর্ডার করে দেন সোনমের প্রেমিক রাজ।
advertisement
বিয়ের পর স্বামীকে নিয়ে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরেই এই বিয়েকে তিনি স্বীকৃতি দেবেন, স্বামী রাজাকে এমনই বলেছিলেন সোনম। সেই অনুযায়ী নবদম্পতি প্রথমে গুয়াহাটি যান। সেখান থেকে সোনম শিলঙে নিয়ে আসেন রাজাকে। মেঘালয়ে রাজাকে খুনের পর সোনমকে বোরখা পরিয়ে একটি ট্যাক্সিতে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে।
advertisement