আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Howrah News: হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে।
হাওড়া: হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গতকাল শনিবারই তাঁর পদত্যাগপত্র পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে পাঠিয়ে দিয়েছেন সুজয় চক্রবর্তী। ঘটনাচক্রে, দিনদুয়েক আগেই পদত্যাগ করেছিলেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। তার অব্যবহিত পরেই পদত্যাগ করলেন সুজয়ও।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৮ অগাস্ট ২০২১ সালে যোগ দিয়েছিলেন। এর আগেও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের কাজে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, সম্প্রতি দলে অন্তর্দ্বন্ধের সমস্যা হচ্ছিল বার বার। তবে কি তারই জেরে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান? বাড়ছে জল্পনা।
advertisement
উল্লেখ্য, ইতিমধ্যেই পুর প্রশাসনে ‘পারফরম্যান্স’-এর ভিত্তিতে রদবদলের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শহরাঞ্চলে দলের ‘গ্রহণযোগ্যতা’ ফেরাতে প্রশাসনিক দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
advertisement
তাই দলীয় সূত্রে খবর ছিল,পুর প্রশাসকমণ্ডলী থেকে বেশ কয়েকজনকে সরানো হতে পারে। সেই আঁচ পেয়েই কি আগেভাগে পদত্যাগ করলেন সুজয়? তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। যদিও চেয়ারম্যান সুজয় চক্রবর্তী নিজে জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছেন তিনি। বিদায়ী মুখ্য পুরপ্রশাসকের কথায়, ‘‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 11:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী

