প্রতি মাসে ১.৫ লাখের টার্নওভার...! কৃষিকাজ থেকে ব্যবসা শুরু করেই চমকে দিলেন গরীব চাষি! কী এমন করলেন জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Farmer Success Story: কৃষিকাজ নিঃসন্দেহে ভারতের অর্থনীতির ভিত্তি। তবে বর্তমানে কেউ কেউ কৃষিকাজের পাশাপাশি কিছু চমকপ্রদ কৃষিভিত্তিক ব্যবসা থেকেও দুর্দান্ত আয় করছেন। শুধু আয়ের নতুন পথই খুলে দিচ্ছে না এই ধরণের ব্যবসা নতুন প্রজন্মকেও আকৃষ্ট করছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এলাকার কৃষকরা প্রায়ই আজকের ভরতের নার্সারিতে আসছেন এবং তাঁদের কাছ থেকে নার্সারির বিষয়ে নির্দেশ নিচ্ছেন। ভরতের মতে, নার্সারি ব্যবসা শুরু করার আগে, প্রত্যেকেরই এক মাসের প্রাক-নার্সারি ট্রেনিং নেওয়া উচিত, যেখানে তাদের চারা তৈরি, গাছ কাটার মতো সূক্ষ্ম বিষয়গুলি শিখে নিতে হবে। এই ধরণের প্রশিক্ষণ কৃষকদের এই ব্যবসা চালাতে সাহায্য করবে যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়, এমনটাই বলেন নার্সারি ব্যবসায়ী ভরত মোর।
