চিকেন 'স্কিনলেস' ভাল, না কি চামড়া-সহ মুরগিই বেশি উপকারী? স্বাস্থ্যের জন্য কোনটা সেরা? অনেকেই না জেনে ভুল করছেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Chicken: চামড়া সমেত মুরগির মাংস খাবেন নাকি চামড়া ছাড়া? স্কিন থাকলে চিকেন বেশি সুস্বাদু লাগে অনেকেরই। কিন্তু জানেন কোনটায় কত পুষ্টি? কী ভাবে চিকেন খাওয়া উপকারী? না জেনে খেলে অনেকেরই হয়ে যায় বড় ভুল! সঠিক জানুন পুষ্টিবিদের পরামর্শে।
advertisement
advertisement
এই সব মানুষের মধ্যেই একটি প্রশ্ন প্রায়ই উঠে আসে—চিকেন কি চামড়া-সহ খাওয়া ভালো, না কি চামড়া ছাড়িয়ে খাওয়াই বেশি স্বাস্থ্যকর? দোকানে চিকেন কিনতে গিয়ে কেউ চামড়া-সহ চান, আবার কেউ একেবারে স্কিনলেস নিতে পছন্দ করেন। দু’টির দামের মধ্যেও সামান্য পার্থক্য থাকে। পাশাপাশি, দিনে দিনে চিকেন খাওয়ার প্রবণতাও বেড়েই চলেছে।
advertisement
advertisement
advertisement
তবে চামড়া-সহ চিকেন খেলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, প্রায় ১৭০ গ্রাম স্কিনলেস চিকেন খেলে শরীর পায় আনুমানিক ২৮০ ক্যালোরি, যার বেশিরভাগটাই আসে প্রোটিন থেকে। একই পরিমাণ চিকেন যদি চামড়া-সহ খাওয়া হয়, তবে ক্যালোরি বেড়ে প্রায় ৩৮০-তে পৌঁছয়। তখন প্রোটিনের পাশাপাশি ফ্যাট থেকেও বেশি শক্তি মেলে। তাই কোনভাবে চিকেন খাওয়া উচিত, তা অনেকটাই নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্যের উপর।
advertisement
advertisement
তবে যাঁরা ওজন কমাতে চান, অথবা যাঁদের হৃদরোগ, ডায়াবেটিস কিংবা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে স্কিনলেস চিকেনই বেশি নিরাপদ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চিকেন সংরক্ষণ। অনেকেই ফ্রিজ থেকে চিকেন বের করে কিছুক্ষণ বাইরে রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে দেন। এই অভ্যাস একেবারেই ঠিক নয়। একবার মাংস ফ্রিজ থেকে বের হয়ে ঘরের তাপমাত্রায় এলে, সেটি আবার কাঁচা অবস্থায় ফ্রিজে রাখা উচিত নয়। এতে ক্ষতিকর জীবাণু দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
তবে সম্পূর্ণ রান্না হয়ে গেলে চিকেন আবার ফ্রিজে রাখা যেতে পারে। কারণ রান্নার সময় ক্ষতিকর জীবাণু নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে, চিকেন চামড়া-সহ না চামড়া ছাড়া—কোনটা খাওয়া ভালো, তা নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য, জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের লক্ষ্য অনুযায়ী। সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে খেলে, চিকেন শরীরের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর খাবার।






