Local Train: লাইনচ্যুত শেওড়াফুলি লোকাল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন! কোন কোন ট্রেন বাতিল?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Local Train: হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান মেন , ব্যান্ডেল কাটোয়া সমস্ত শাখার ট্রেন চলাচলে প্রভাব পড়ল লিলুয়া রেল লাইনচ্যুত হওয়ার। বিভিন্ন স্টেশনে একের পর এক দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী ট্রেন।
হুগলি: লিলুয়ার লোকাল ট্রেন লাইন চ্যুত হওয়ায় তার প্রভাব পড়ল অন্যান্য ট্রেনের উপর। হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান মেন, ব্যান্ডেল কাটোয়া সমস্ত শাখার ট্রেন চলাচলে প্রভাব পড়ে লিলুয়া রেল লাইনচ্যুত হওয়ার ঘটনায়। বিভিন্ন স্টেশনে একের পর এক দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী ট্রেন। সকালের অফিসের দিনে রেল যাত্রীরা পড়েন বিপাকে। ঘণ্টা দেড়েক পরে আস্তে আস্তে ধীরগতিতে চালু হয় ট্রেন চলাচল।
হাওড়া লিলুয়া স্টেশনের কাছে সকাল সাত’টা লাইনচ্যুত হয় শেওড়াফুলি লোকাল। এই ঘটনার পর থেকেই বিভিন্ন স্টেশন গুলিতে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন গুলি। ব্যান্ডেল, চুঁচুড়া, শ্রীরামপুর, কোন্নগর-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে হাওড়ামুখী ট্রেন। বেশ খানিকক্ষণ ধরে রেলস্টেশনে দাঁড়িয়েই অপেক্ষা করতে হয় নিত্যযাত্রীদের। যে যাত্রীরা ট্রেনের মধ্যে ছিলেন তারা অনেকেই ট্রেন থেকে নেমে যান। অনেকেই রেলের পরিবর্তে অন্য পরিবহন ধরে নিজের কাজে যাওয়ার চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, লিলুয়ায় দুর্ঘটনার কবলে শেওড়াফুলি লোকাল, ব্যাহত পরিষেবা
এ দিন দুরতঘটনার জেরে বাতিল হয়েছে ৩৭২২১, ৩৭২২৩, ৩৭২২৫ আপ হাওড়া ব্যান্ডেল লোকাল। ৩৭২৩৬, ৩৭২৩৮ এবং ৩৭২৪০ ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালও বাতিল হয়। ৩৭৯১৪ ডাউন কাটোয়া হাওড়া লোকাল কোন্নগর স্টেশনে দাঁড়িয়ে থাকে ও ৩৭৯১৬ ডাউন কাটোয়া হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে থাকে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে।
advertisement
advertisement
এ দিন সাড়ে আট’টার পর ধীরে ধীরে ট্রেন চালু হয়। তবে স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রে খবর। প্রসঙ্গত, গতকাল রিমল ঝড়ের ফলে অনেকেই অফিস অথবা নিজ কাজে কলকাতায় যেতে পারেননি। আজ সকালে ট্রেন ধরতে বেরিয়ে সমস্যায় পড়েন সকলেই।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2024 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: লাইনচ্যুত শেওড়াফুলি লোকাল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন! কোন কোন ট্রেন বাতিল?