Rail: সাতসকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, লিলুয়ায় দুর্ঘটনার কবলে শেওড়াফুলি লোকাল, ব্যাহত পরিষেবা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rail: সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
লিলুয়া: সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। সাড়ে আট’টার পর থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল সকাল এই দুর্ঘটনার ফলে হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান রেলের পদস্থ কর্তারা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়। তবে ট্রেনের গতিবেগ যেহেতু কম ছিল এবং ট্রেনটি খালি থাকাতেই বড় ধরনের অঘটন এড়ানো গিয়েছে বলে মত রেল আধিকারিকদের।
advertisement
আরও পড়ুনঃ আজ থেকে আরও খারাপ পরিস্থিতি! উত্তরের ৩ জেলায় ৭২ ঘণ্টায় তোলপাড় ঝড়বৃষ্টি, আলিপুরের নয়া আপডেট
রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে শেওড়াফুলি থেকে একটি খালি ট্রেন লিলুয়া স্টেশনে ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। লিলুয়া স্টেশন থেকে বেরনোর সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি কামরা। মোট চারটি কামরা লাইনচ্যুত হয় বলে সূত্রের খবর। ট্রেন একেবারে ফাঁকা থাকায় কেউ আহত হননি। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
advertisement
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত হওয়া ট্রেনের কামরাটিকে লাইনে তুলে বসানোর কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে স্বাভাবিক ট্রেন চলাচল। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2024 10:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: সাতসকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, লিলুয়ায় দুর্ঘটনার কবলে শেওড়াফুলি লোকাল, ব্যাহত পরিষেবা

