Lightning Death: তিল তুলতে গিয়ে মহাবিপত্তি, চেষ্টা করেও শেষ রক্ষা হল না

Last Updated:

Lightning Death: কোতোলপুর থানার সাইতারা গ্রামের বাসিন্দা সীমা পাল (৩১)। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জমিতে তিল তোলার কাজ করছিলেন। কিন্তু বজ্রপাতে শেষ হয়ে গেল জীবন

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু
বাঁকুড়া: বর্ষাকালে বৃষ্টি শুরু হলেই মুখে হাসি ফোটে বাঁকুড়ার কৃষকদের। তবে একইসঙ্গে বর্ষা হয়ে ওঠে বেদনার কারণ। জমিতে কাজ করতে করতে বাজ পড়ে মৃত্যু হয় বহু মানুষের। সেইসঙ্গে রয়েছে সাপ খোপের ভয়। ঠিক তেমনই একটি ঘটনা ঘটল জেলায়। মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর, আহত একটি শিশু।
বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তার ঠিক নেই। ঘন কালো মেঘ দেখা দিলেই শুরু হচ্ছে বজ্রপাত। বাঁকুড়ার খেটে খাওয়া মানুষজন দিন গুজরানের জন্য মাঠে কাজ করতে ব্যস্ত থাকেন সেই সময়। তাঁদের উপরেই যেন এই প্রাকৃতিক কোপ পড়ছে বারে বারে। কোতোলপুর থানার সাইতারা গ্রামের বাসিন্দা সীমা পাল (৩১)। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে জমিতে তিল তোলার কাজ করছিলেন। এই তিল তুলে বিক্রি করে যা আয় হয় সেটা দিয়ে সংসার চলে তাঁদের। কিন্তু সেই তিল তুলতে গিয়েই হল মহা বিপত্তি।
advertisement
advertisement
দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এমনটা হতে পারে। হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ফলে বাড়ি ফিরে আসার জন্য প্রস্তুতি শুরু করেন তাঁরা। ঠিক সেই সময় বিকট শব্দে একটি বাজ পড়ে ওই স্থানে। তাতে আহত হয় এক শিশু। অপর দিকে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সীমা পাল। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কোতোলপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: তিল তুলতে গিয়ে মহাবিপত্তি, চেষ্টা করেও শেষ রক্ষা হল না
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement