২ বছর ধরে খারাপ হয়ে পড়ে হাসপাতালের X-Ray মেশিন, চরম সমস্যায় সোনামুখীর মানুষ

Last Updated:

প্রায় দু’বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন, চরম দুর্ভোগে সোনামুখী হাসপাতালের রোগী এবং রোগীর আত্মীয়রা, সাফাই স্বাস্থ্য দফতরের

News18
News18
বাঁকুড়া: বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী। এই শহরেই রয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে X-Ray বিভাগ । সূত্রের খবর প্রায় দু’বছর ধরে হাসপাতালের এক্সরে মেশিন খারাপ থাকার কারণে এক্সরে বিভাগ বন্ধ রয়েছে । যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সোনামুখী পৌরশহর এবং সোনামুখী ব্লকের দশটি পঞ্চায়েত এলাকা খেটে খাওয়া সাধারণ মানুষদের ।
যে মানুষগুলোর একমাত্র ভরসা সরকারি হাসপাতাল সেই মানুষগুলোকে দিনের পর দিন মাসের পর মাস হাসপাতালে এক্সরে করাতে এসে ফিরে যেতে হচ্ছে । এমন অনেক অসহায় সাধারণ মানুষ রয়েছেন যাদের অন্যত্র গিয়ে এক্সরে করাতে সম্ভব হয়ে ওঠে না টাকার অভাবে। তাই তাদের একমাত্র ভরসা হাসপাতালের এক্স-রে। হাসপাতালের এক্সরে বিভাগ বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের । দীর্ঘদিন ধরে এই বিভাগ বন্ধ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । এখন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে ।
advertisement
advertisement
বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডিস্ট্রিক্ট বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে ইতিমধ্যেই৷ ওই পুরনো মেশিনের পরিবর্তে নতুন ডিজিটাল মেশিন বসানোর কাজ শুরু হবে। যে রুমে পুরনো মেশিন ছিল সেই রুমটি ডিজিটাল মেশিনের উপযোগী করার কাজ চলছে। অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে।
advertisement
আর এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তিনি বলেন , সোনামুখী হাসপাতালের এই সমস্যার কথা আমি বিধানসভায় জানানো হয়েছে কিন্তু তারপরেও কোন কাজ হয়নি । স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা । এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ বছর ধরে খারাপ হয়ে পড়ে হাসপাতালের X-Ray মেশিন, চরম সমস্যায় সোনামুখীর মানুষ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement