Water Crisis: পচা গরমে জলের জন্য হাহাকার 'এই' গ্রামে! পাইপ-নলকূল দিয়ে এক ফোঁটা আসে না জল, ভরসা ১.৫ কিমির দূরের নদী

Last Updated:

কোটি কোটি টাকা খরচ করে জল প্রকল্প তৈরির পরেও বাঁকুড়া জেলার প্রান্তিক এই গ্রামের পানীয় জল সরবরাহের কেন এমন হাল?

News18
News18
বাঁকুড়া: গ্রামে পাইপ লাইন বসেছে, আছে একাধিক নলকূপও। তবু গ্রামের মানুষের পানীয় জল ও রান্নার জলের চাহিদা মেটাতে একমাত্র ভরসা দেড় কিলোমিটার দূরের ডাংরা নদীতে বয়ে যাওয়া জল গ্রামের মেঠো রাস্তা। সেই রাস্তা দিয়ে প্রবল রৌদ্রে মাথায় হাঁড়ি কলসি নিয়ে দেড় কিলোমিটার দূরের নদী থেকে লাইন দিয়ে জল বয়ে নিয়ে যাচ্ছে গ্রামের মহিলারা। না, এই ছবি রাজস্থানের কোনও গ্রামের নয়। এই ছবি এ রাজ্যের এমন এক জেলার যে জেলায় শুধুমাত্র পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে খরচ হয়েছে কয়েকশো কোটি টাকা।
বাঁকুড়ার ছাতনা ব্লকের একেবারে সীমানাবর্তী গ্রাম গুনিয়াদা। গ্রামে সব মিলিয়ে বসবাস ২৬টি আদিবাসী পরিবারের। গ্রামের মানুষের পানীয় জলের চাহিদা পূরণের জন্য সাকূল্যে দুটি নলকূপ বসানো হয়। কিন্তু দু’টি নলকূপের জল এতটাই দূষিত যে তা ব্যবহারের অযোগ্য। বাঁকুড়া জেলা জুড়ে কয়েকশো কোটি টাকা খরচ করে গ্রামে গ্রামে নলবাহিত পানীয় জল সরবরাহের প্রকল্প রূপায়িত হলে গুনিয়াদা গ্রামেও পৌঁছায় জল সরবরাহের পাইপ লাইন। বাড়ি বাড়ি বসানো হয় কলও।
advertisement
advertisement
মাঝে কয়েকটা বছর কেটে গেলেও সেই নল দিয়ে মাসে দশে জল পড়ে। নল দিয়ে যেদিন জল আসে সেদিন কোনও বাড়িতে এক বালতি জল পড়ে কোনও দিন আবার সেটুকুও মেলে না। অগত্যা গ্রামের তীব্র জল সঙ্কট মেটানোর ক্ষেত্রে একমাত্র ভরসা দেড় কিলোমিটার দূর দিয়ে বয়ে যাওয়া ডাংরা নদীর জল। প্রবল গ্রীষ্মে চড়া রোদে মাথায় হাড়ি কলসি নিয়ে সেই ডাংরা নদীর বয়ে যাওয়া জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে জলের চাহিদা পূরণই দস্তুর বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রান্তিক এই গুনিয়াদা গ্রামের মানুষের।
advertisement
কোটি কোটি টাকা খরচ করে জল প্রকল্প তৈরির পরেও বাঁকুড়া জেলার প্রান্তিক এই গ্রামের পানীয় জল সরবরাহের কেন এমন হাল? স্থানীয় বিজেপি নেতৃত্বের জন্য দূষেছে রাজ্যের শাসক দলকে। তৃনমূল নেতৃত্ব তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবী গ্রামে পানীয় জলের তেমন সঙ্কট নেই। গ্রামবাসীরা নাটক করছে।
প্রিয়ব্রত গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Crisis: পচা গরমে জলের জন্য হাহাকার 'এই' গ্রামে! পাইপ-নলকূল দিয়ে এক ফোঁটা আসে না জল, ভরসা ১.৫ কিমির দূরের নদী
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement