Fox Bite Terror: বাড়ি বাড়ি ঢুকে বসিয়ে যাচ্ছে ধারাল দাঁতের কামড়! জখম পাঁচ, আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় শিয়ালের উপদ্রব আগেও ছিল। কিন্তু এভাবে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানোর ঘটনা আগে কখনও ঘটেনি

News18
News18
পূর্ব বর্ধমান: গ্রামগঞ্জে শিয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে অনেকটাই। তাদের হামলার ভয়ে নদীর ধারে ফাঁকা মাঠে যেতে চাইছেন না অনেকেই। রাতে একাকী মাঠে যাওয়া এখন অনেকের কাছেই আতঙ্কের। এর মধ্যেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এমন ঘটনা ঘটেছে যা শুনে আঁতকে উঠছেন অনেকেই। কী ঘটল সেখানে?
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় শিয়ালের হামলায় আক্রান্ত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে চারজন মহিলা। কারোর হাত বা পায়ের আঙুল, কারোর বুকের মাংস খুবলে নিয়েছে  হিংস্র শিয়াল। মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এরপর শিয়ালের হামলার আতঙ্কে অনেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন। সন্ধে নামলেই শিয়ালের ভয়ে পথঘাট শুনশান হয়ে যাচ্ছে। বাসিন্দারা বলছেন, শিয়ালের হামলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক বন দফতর।
advertisement
advertisement
শিয়ালের হামলায় গুরুতর জখম হয়েছেন ওই গ্রামের চিত্তবালা কয়াল, সৃষ্টি দাস, মুক্তবালা কয়াল, মুক্তকেশি কয়াল এবং পুষ্পবালা কয়াল। তাঁদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। রাতের অন্ধকারে নয়, শুক্রবার দিনের আলোয় দু দফায় দুপুর  সাড়ে ১২ টা এবং পাঁচটা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। আশুরিয়া গ্রামের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালায় শিয়াল।
advertisement
দুপুরে প্রথমে বৃদ্ধা চিত্তবালা কয়ালের ওপর হামলা চালায়  এক পূর্ণ বয়স্ক শিয়াল। বৃদ্ধার বাম হাতের তর্জনীর একাংশ কেটে নিয়ে পালায় সে। এরপর বিকেল প্রায় ৫ টা নাগাদ মহিলারা যখন বাড়ির সামনে বসে গল্পগুজব করছিলেন সেই সময় শিয়াল ফের হামলা চালায়। কারোর বুকের এবং কারোর পায়ের মাংস খুবলে তুলে নেয়। মহিলাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় শিয়ালের উপদ্রব আগেও ছিল। কিন্তু এভাবে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানোর ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fox Bite Terror: বাড়ি বাড়ি ঢুকে বসিয়ে যাচ্ছে ধারাল দাঁতের কামড়! জখম পাঁচ, আতঙ্কে বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement