বেসরকারি হোমে আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহ! গ্রেফতার খোদ কর্ণধর-সহ ৪
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Uttarpara Home Owner Arrest: হুগলির উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হোমের কর্নধর-সহ সেক্রেটারি ও দু'জন কর্মী।
উত্তরপাড়া, হুগলি, রাণা কর্মকার: নেশামুক্তি কেন্দ্রের কর্ণধরকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুনের পর এবার বেসরকারি হোমে এক আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। হুগলির উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। নির্যাতিতা থানায় অভিযোগ জানাতেই পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার হোমের মালিক-সহ চারজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। পুলিশ গতকাল চারজনকে গ্রেফতার করেছে। উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারি হোমের কর্নধর-সহ সেক্রেটারি ও দু’জন কর্মী গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। ধৃতদের শনিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
আরও পড়ুনঃ ভোররাতে নেশামুক্তি কেন্দ্রে ভয়ঙ্কর কাণ্ড! শিলনোড়া দিয়ে মালিকের মাথা থেঁতলে দিল ২ আবাসিক, কী অপরাধ ছিল কাউন্সিলরের প্রাক্তন স্বামীর?
হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, ‘আবাসিক ওই যুবতী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। বর্তমানে অজয় চট্টোপাধ্যায় আর তৃনমূল করে না’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে ভারী ব্যাগ নিয়ে একা মহিলা কোথায় যাচ্ছেন? পুলিশের জেরায় পর্দা ফাঁস! ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এল কেজি কেজি…
বিজেপির নবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন, ‘ওনাকে আমরা চিনি। ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃনমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।
advertisement
যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্ণধর ভাল লোক। তারা দীর্ঘদিন দেখছেন তাঁকে। কখনও খারাপ কিছু চোখে পরেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 7:08 PM IST