গভীর রাতে ভারী ব্যাগ নিয়ে একা মহিলা কোথায় যাচ্ছেন? পুলিশের জেরায় পর্দা ফাঁস! ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এল কেজি কেজি...
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Drugs Smuggling: গত দু'সপ্তাহের বেশি সময় ধরে জলপাইগুড়িতে যেন জোট বেধেছে পুলিশ ও পাবলিক। এক দিকে চলছে পুলিশের অভিযান, ধরপাকড়। আর একদিকে স্থানীয়দের পাড়া পাহারা। মাদক কারবারের বিরুদ্ধে রাতভর চলছে অভিযান।
জলপাইগুড়ি, শান্তনু কর: জলপাইগুড়িতে মাদক কারবারের বিরুদ্ধে রাতভর চলল অভিযান। গাঁজা-সহ জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার এক মহিলা গাঁজা পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েচ্ছে ২০ কেজি গাঁজা। অন্যদিকে স্টেশন রোডের বাসিন্দাদের হাতে আটক এক যুবক। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার প্রচুর পরিমান নেশার ওষুধ। যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্টেশন রোডের বাসিন্দারা। মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাড়া পাহারাদাদেরর হাতে চড়ও খেলেন এক মহিলা।
গত দু’সপ্তাহের বেশি সময় ধরে জলপাইগুড়িতে যেন জোট বেধেছে পুলিশ ও পাবলিক। সূচনা কেন্দ্র জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ড। সেখান থেকে সংগঠিত প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শহর ও শহর সংলগ্ন গ্রাম এলাকাতেও। এক দিকে চলছে পুলিশের অভিযান, ধরপাকড়। আর একদিকে স্থানীয়দের পাড়া পাহারা।
আরও পড়ুনঃ জল যন্ত্রণার সমাধান! বিধায়ক হুমায়ুন কবীরের নির্দেশে তড়িঘড়ি ছুটে এল সেচ দফতর, ডেবরায় খুশির হাওয়া
গত কয়েক দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে, মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া। রেশন বেচে মাদক কিনতে আসা যুবককে আটক করা, পুলিশ কর্মীর বাড়িতে মাদকের আসর ভাঙতে স্থানীয়দের অভিযান। পুলিশ কর্মীর ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা।
advertisement
advertisement
এবার মাদক লেনদেনে সহযোগিতা এবং মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে এক মাদক কারবারি মহিলার বাড়ি গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দেওয়ার পাশাপাশি থাপ্পড় মারতেও দেখা গেল পাড়া পাহাড়াদারদের।
আরও পড়ুনঃ কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী ‘খুনে’ যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা
অন্যদিকে স্টেশন রোড সংলগ্ন নয়াবস্তি এলাকা থেকে গাঁজা ভর্তি ব্যাগ-সহ এক মহিলাকে পিছু ধাওয়া করে গ্রেফতার করলেন জলপাইগুড়ি পুলিশের এস ও জি গ্রুপের কর্মীরা। নিউ জলপাইগুড়ি বাসিন্দা ধৃত মহিলার ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রাতে এনজেপি থেকে গাঁজা নিয়ে জলপাইগুড়ি শহর এলাকায় সরবরাহের জন্য এসেছিলেন মাধবী কুন্ডু নামের এই মহিলা। ধৃত মহিলা গাঁজা পাচারকারীকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 5:05 PM IST