Home /News /south-bengal /
West Bengal News: জবা ফুল নিয়ে এ কী কাণ্ড ঘটাল হুগলির পড়ুয়া! দারুণ পুরস্কার বোটানিক্যাল গার্ডেনের

West Bengal News: জবা ফুল নিয়ে এ কী কাণ্ড ঘটাল হুগলির পড়ুয়া! দারুণ পুরস্কার বোটানিক্যাল গার্ডেনের

জবা-কীর্তি

জবা-কীর্তি

West Bengal News: বহু পরিশ্রম করে ৩০ ধরনের জবা ফুল ফুটিয়ে বিশ্বের আঙিনায় উজ্জ্বল কৃতিত্ব গড়েছেন সিঙ্গুরের মধুবাটি গ্রামের উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের পড়ুয়া দীপ চক্রবর্তী।

 • Share this:

  #হুগলি: হুগলির সিঙ্গুরের দীপ চক্রবর্তীর আবিষ্কৃত ভিন্ন প্রজাতির জবা ফুলের বিজ্ঞান গবেষনা কেন্দ্র তৈরী হতে চলেছে হাওড়া বোটানিক্যাল গার্ডেনে। বহু পরিশ্রম করে ৩০ ধরনের জবা ফুল ফুটিয়ে বিশ্বের আঙিনায় উজ্জ্বল কৃতিত্ব গড়েছেন একসময় রহড়া রামকৃষ্ণ মিশনের পড়ুয়া দীপ চক্রবর্তী।

  সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা জবার প্রাকৃতিক ৬৭৯ টি প্রজাতির মধ্যে নানাবিধ পরাগমিলন ঘটিয়ে ২২ হাজারের বেশী নতুন ধরনের জবা ফুলের মধ্যে ৩০ ধরনের বিভিন্ন প্রজাতির জবা ফুল ফুটিয়েছে। বেঙ্গল সানরাইজ, ডান্সিংং‌‌ কুইন, বেঙ্গল লুটাসিয়া, ডার্ক মাদার টাচ সিঙ্গুর সহ বিভিন্ন নামের জবা ফুলের জন্ম দিয়েছে সিঙ্গুরের বাড়ির ছাদ বাগানে।

  আরও পড়ুন: ঝড়ের নাম অ্যান্ড্রু সাইমন্ডস! করেছিলেন এমন এক রেকর্ড, অক্ষত ছিল ২০ বছর!

  ইতিমধ্যেই দীপের ঝুলিতে রয়েছে ইন্টারন‍্যাশেনাল হিবিসকাস সোসাইটির পদক, ইন্ডিয়া বুক অব রেকর্ডস। সম্প্রতি গোল্ড প্লেটেড মেডেল সহ অশোক স্তম্ভের ট্রফি সহ Best Young Achiever's Award -2022. সার্টিফিকেট অর্জন করেছে সে। এছাড়াও ২০২১ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জবার উপর লেখা ব‌ই 'টেক্সটবুক অন ফ্লোরিকালচার' প্রকাশিত হয়েছে।

  আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পর ত্রিপুরায় উপমুখ্যমন্ত্রী বদল? বদলে গেল ট্যুইটার বায়ো! বিজেপি-র অন্দরে ঝড়

  শনিবার বিকালে হাওড়া বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞান বিভাগের গবেষক তথা অতিরিক্ত আধিকারিক ডঃ দেবেন্দ্র সিং সহ তিনজনের প্রতিনিধি দল সিঙ্গুরে দীপের বাড়িতে আসেন। বাড়ির ছাদ বাগানে ঘুরে দেখে বলেন, দীপের জন্য বোটানিক্যাল গার্ডেনে নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। যেখানে দীপের তৈরি আরও ভিন্ন প্রজাতির জবাফুলের পরীক্ষাগার তৈরি করা হচ্ছে। সেই পরীক্ষাগারে বহু দর্শনার্থী সহ উদ্ভিদবিজ্ঞানের গবেষকরা এসে বিভিন্ন প্রজাতির জবা ফুল দেখবে। বিশেষ করে, প্রতিদিন ভোরে বি গার্ডেনে মর্নিং ওয়াকে আসা ৬০০০ হাজারের বেশি মানুষ দীপের তৈরি বাহারি জবা ফুল দেখে মুগ্ধ হবে।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Hooghly news, West Bengal news

  পরবর্তী খবর