Birbhum News: বর্ষবরণের নেশায় রেকর্ড! শেষ ১০ দিনে এই জেলায় মদ বিক্রি ২৫ কোটির গণ্ডি পার! কোন জেলা বলুন তো!

Last Updated:
Birbhum News: আবগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
1/5
বর্ষশেষের উৎসব, কনকনে ঠান্ডা এবং বর্ষবরণের আনন্দ এই তিনের জেরে চলতি বছরের শেষ দশ দিনে জেলায় মদের বাজারে রেকর্ড বিক্রি হয়েছে। আবগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বর্ষশেষের উৎসব, কনকনে ঠান্ডা এবং বর্ষবরণের আনন্দ এই তিনের জেরে চলতি বছরের শেষ দশ দিনে জেলায় মদের বাজারে রেকর্ড বিক্রি হয়েছে। আবগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার প্রায় তিন শতাধিক অনুমোদিত মদের দোকান থেকে এই সময়কালে সব মিলিয়ে মোট প্রায় ২৫ কোটি ৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। লিটারের হিসেবে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ৫১ হাজার ৭৬৮ লিটার। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার প্রায় তিন শতাধিক অনুমোদিত মদের দোকান থেকে এই সময়কালে সব মিলিয়ে মোট প্রায় ২৫ কোটি ৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। লিটারের হিসেবে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ৫১ হাজার ৭৬৮ লিটার।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
শেষ দশ দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিদেশি মদ। এর পরিমাণ ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৮ লিটার, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৮৬ লক্ষ টাকা। একই সময়ে ‘দেশি’ মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার ৪৫৩ লিটার, যার মূল্য প্রায় ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। তবে বিয়ারের বিক্রি তুলনামূলক কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ লিটার, টাকার অঙ্কে প্রায় ১ কোটি ১৬ লক্ষ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
শেষ দশ দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিদেশি মদ। এর পরিমাণ ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৮ লিটার, যার বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৮৬ লক্ষ টাকা। একই সময়ে ‘দেশি’ মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার ৪৫৩ লিটার, যার মূল্য প্রায় ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। তবে বিয়ারের বিক্রি তুলনামূলক কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ লিটার, টাকার অঙ্কে প্রায় ১ কোটি ১৬ লক্ষ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পুজোর সময় বিক্রির চিত্র ছিল কিছুটা আলাদা। ওই এক মাসে ‘দেশি’ মদ বিক্রি হয়েছিল ৯.২৬ লক্ষ লিটার, ‘বিদেশি’ মদ ৪.৫৪ লক্ষ লিটার এবং বিয়ার ৬.২৩ লক্ষ লিটার। সব মিলিয়ে মোট বিক্রির পরিমাণ ছিল ২০.০৩ লক্ষ লিটার, যার আর্থিক মূল্য প্রায় ৮৬ কোটি ৪৬ লক্ষ টাকা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
পুজোর সময় বিক্রির চিত্র ছিল কিছুটা আলাদা। ওই এক মাসে ‘দেশি’ মদ বিক্রি হয়েছিল ৯.২৬ লক্ষ লিটার, ‘বিদেশি’ মদ ৪.৫৪ লক্ষ লিটার এবং বিয়ার ৬.২৩ লক্ষ লিটার। সব মিলিয়ে মোট বিক্রির পরিমাণ ছিল ২০.০৩ লক্ষ লিটার, যার আর্থিক মূল্য প্রায় ৮৬ কোটি ৪৬ লক্ষ টাকা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
আবগারি দফতরের মতে, পুজো কিংবা বড় উৎসবের সময়েই সরকার মদ বিক্রি থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায়। তবে এ বছর শীতের মরসুমে ভাল ঠান্ডা পড়ায় বর্ষশেষের বাজারও সমানতালে চাঙ্গা থেকেছে। ফলে রাজস্ব আদায়ের ধারাও বজায় থাকল বলেই মত দফতরের কর্তাদের। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
আবগারি দফতরের মতে, পুজো কিংবা বড় উৎসবের সময়েই সরকার মদ বিক্রি থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায়। তবে এ বছর শীতের মরসুমে ভাল ঠান্ডা পড়ায় বর্ষশেষের বাজারও সমানতালে চাঙ্গা থেকেছে। ফলে রাজস্ব আদায়ের ধারাও বজায় থাকল বলেই মত দফতরের কর্তাদের।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement