টার্গেট টেস্ট 'বিশ্বকাপের' ফাইনাল! বোর্ডকে 'মাস্টার প্ল্যান' জানিয়ে দিলেন গিল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: ভারতের ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা ধরে রাখতে প্রস্তুতির ওপর জোর দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল।
ভারতের ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের সম্ভাবনা ধরে রাখতে প্রস্তুতির ওপর জোর দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি প্রতিটি টেস্ট সিরিজের আগে ১৫ দিনের রেড-বল প্রস্তুতি শিবির আয়োজনের প্রস্তাব দিয়েছেন। বিসিসিআই ও নির্বাচকদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে গিল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে জানা গেছে।
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, গিলের মতে সাম্প্রতিক মরশুমে সূচির জটিলতার কারণে ভারতীয় দল পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়নি। বিশেষ করে সাদা বলের ক্রিকেট থেকে সরাসরি টেস্ট সিরিজে নামতে হওয়ায় খেলোয়াড়দের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই গিল আগাম প্রস্তুতির পক্ষে সওয়াল করেছেন।
advertisement
উদাহরণ হিসেবে গত মরশুমের কয়েকটি সিরিজের কথা উল্লেখ করা হয়েছে। এশিয়া কাপ শেষ হওয়ার মাত্র চার দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছিল। আবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ছয় দিনের মাথায় শুরু হয় ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এত অল্প সময়ে টেস্টের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে।
advertisement
advertisement









