১৯৯৫ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গ্লস্টারশায়ারের হয়ে একটি ম্যাচে এক ইনিংসে ১৬টি ছক্কা মেরেছিলেন সাইমন্ডস। সেই ম্যাচে তিনি অপরাজিত ২৫৪ রান করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছয়ের বিশ্বরেকর্ড ছিল সেটি। ২০১৫ সালে নিউজিল্যান্ডের কলিন মুনরো অকল্যান্ডের হয়ে ইনিংসে ২৩টি ছয় মেরে সাইমন্ডসের সেই বিরাট রেকর্ড ভেঙে দেন।
আরও একটি বিশেষ কৃতিত্ব ছিল সাইমন্ডসের। প্রথম আইপিএল শুরুর সময় ডেকান চার্জার্স দল তাঁকে ১৩ লক্ষ ৫০ হাজার ডলার দিয়ে কিনেছিল। সেই প্রথম আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন সাইমন্ডসই। তিন বছর হায়দরাবাদের হয়ে খেলেছিলেন সাইমন্ডস। ২০০৯ সালে হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সাইমন্ডসের বিরাট ভূমিকা ছিল বলে মনে করে ক্রিকেট মহল।