Hooghly News: খানাকুলের কৃষকদের কপালের দুর্ভোগ যেন কাটছেই না! এবার নতুন সংকট
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বন্যা পরিস্থিতিতে ফসল নষ্টের পর এবার নতুন করে কৃষকদের যন্ত্রনা বাড়িয়েছে জমিতে জমে থাকা রাশি রাশি বালি।
হুগলি: চাষের জমিতে ভরে রয়েছে রাশি রাশি বালি! বন্যা পরিস্থিতিতে ফসল নষ্টের পর এবার নতুন করে কৃষকদের যন্ত্রনা বাড়িয়েছে জমিতে জমে থাকা রাশি রাশি বালি। কীভাবে এত বালি সরিয়ে জমিকে আবার চাষযোগ্য করে তুলবে সে দুশ্চিন্তায় কৃষকরা। ঘটনাটি বন্যা কবলিত খানাকুলের অরুন্ডা পঞ্চায়েতের জয়রামচক মৌজা এলাকার।
স্থানীয় সূত্রে খবর, এই বছর খানাকুল জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে। একাধিক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল চাষের। মাঠে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছিল বিভিন্ন ফসলের। অরুন্ডা পঞ্চায়েতের জয়রামচক মৌজার কৃষকরাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হন। এখন তাদের নতুন করে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে জমিতে জমে থাকা রাশি রাশি বালি। বন্যায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে এই বালি জমা হয়েছে ওই এলাকার প্রায় ৫০ বিঘা জমির উপর। অগ্রহায়ণ মাসের প্রথমের দিকেই করতে হবে আলুর চাষ।
advertisement
advertisement
কৃষকদের অভিযোগ, চাষের জন্য জমি থেকে বালি সরানোর জন্য জেসিবি মেশিন ভাড়া করে কাজ শুরু করলে স্থানীয় পঞ্চায়েত প্রধান তাদের বাধা দেন। এই বালি সরিয়ে তারা কিভাবে জমিকে চাষীযোগ্য করে তুলবেন। বারবার ফসল নষ্ট হওয়ার পর আবার কবে সেই জমিতে তারা আলু বসাবে সে চিন্তাতেই পড়েছেন কৃষকরা। ইতিমধ্যেই কৃষকদের পক্ষ থেকে বিএলআরও এবং বিডিও’র কাছে লিখিত জমা দেওয়া হয়েছে। যদিও বিষয়টি প্রশাসনের সঙ্গেপর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খানাকুলের কৃষকদের কপালের দুর্ভোগ যেন কাটছেই না! এবার নতুন সংকট
