Chandannagar: দশমীর রাতে চন্দননগরে কিশোর সদা, ট্রাম্পেডের সুরে নাচলেন সমগ্র শহর
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Bangla Digital Desk
Last Updated:
দশমীর আলোক শোভাযাত্রায় একেবারে আলোর সিংহাসনে বসেই যেন লাইফ পারফরম্যান্স করতে করতে গোটা চন্দননগর কে মাতালেন কিশোর সদা।
হুগলি: ভারতীয় সংগীত জগতের ট্রাম্পেট সম্রাট কিশোর সোদার সুরে নাচিয়ে দিয়ে গেলেন গোটা চন্দননগরকে। আলোর শহর চন্দননগরে ইন্ডিয়ান সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্রের আলোয় আলোকিত হয়েছিল চন্দননগরের লক্ষ লক্ষ মানুষজন।
দশমীর আলোক শোভাযাত্রায় একেবারে আলোর সিংহাসনে বসেই যেন লাইফ পারফরম্যান্স করতে করতে গোটা চন্দননগর কে মাতালেন কিশোর সদা।
প্রখ্যাত সঙ্গীত শিল্পী আর ডি বর্মন এর ট্রাম্পেট বাদক ছিলেন কিশোর সোদা। তার অনবদ্য ট্রাম্পেটের সুরে দশমীর রাতে নেচে উঠেছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা ৮ থেকে ৮০ সকল জনতা।
advertisement
নাইনটিস সুপারহিট আর ডি বর্মনের গানের ট্রাম্পেটের সুরে গোটা চন্দননগর মেতে উঠলো নাচে। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই সমস্ত ভিডিও শেয়ার করছে ও বহু মানুষজন।
advertisement
চন্দননগর হালাপুকুর সার্বজনীন এর শোভাযাত্রায় লাইফ পারফরম্যান্স করার জন্য নবমীর দিনই চন্দননগর পৌঁছে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার গোটা টিম। এখানে এসে জগদ্ধার্থী পুজো দেখেছেন, গোটা টিমের সঙ্গে আনন্দ করেছেন।
এমনকি তিনি এখানে এসে সকলকে নিয়ে টোটো চালিয়েছেন সেই ভিডিও পোস্ট করেছেন তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায়। আসার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দিয়েছিলেন চন্দননগরে তিনি আসছেন সকলকে নাচাতে, দশমীর রাতে গোটা চন্দননগর মেতে উঠেছিল আর ডি বর্মনের গানের কিশোর সোদার ট্রামপেডের সুরে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar: দশমীর রাতে চন্দননগরে কিশোর সদা, ট্রাম্পেডের সুরে নাচলেন সমগ্র শহর







