Bengali Mountaineer : আফ্রিকার দুর্গম পাহাড় কিলিমাঞ্জারোর শিখরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন হুগলির তরুণ

Last Updated:

Hooghly News: শঙ্করের চাঁদের পাহাড়ের শিখরে আরো এক বাঙালি। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে শংকর পৌঁছেছিল কিলিমাঞ্জারোর শিখরে। এবার অ্যাডভেঞ্চারের টানে সেই শিখরে হুগলির হিন্দমোটরের যুবক শুভম চ্যাটার্জি।

+
কিলিমাঞ্জারো

কিলিমাঞ্জারো সামিট করার সার্টিফিকেট হাতে শুভম

হুগলি: শঙ্করের চাঁদের পাহাড়ের শিখরে আরও এক বাঙালি। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে শংকর পৌঁছেছিল কিলিমাঞ্জারোর শিখরে। এবার অ্যাডভেঞ্চারের টানে সেই শিখরে হুগলির হিন্দমোটরের যুবক শুভম চ্যাটার্জি। মাত্র ২৮ বছর বয়সেই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে জনগণমন গাইলেন শুভম। ৫,৮৯৫ মিটার উচ্চতার দুর্গম পাহাড় জয় করে ফিরে আবারও শুরু নতুন প্রস্তুতি। লক্ষ তার ৩৫ এর মধ্যে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করার।
ফেব্রুয়ারি ১৫ তারিখে যাত্রা শুরু, নির্ধারিত দিনের একদিন আগেই সামিট করে নিজের লক্ষে অনড় হুগলির তরুণ শুভম চ্যাটার্জি ওরফে রনি। মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও ভলকানো পাহাড় জয় করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নিজের নাম নথিভুক্ত করতে চান শুভম। হাতে সময় অনেকটাই কম তাই বাড়ি ফিরেই আবারওপ্রস্তুতি নতুন সফরের।
আরও পড়ুন Bollywood Actress Sad Life: নামী নায়িকার করুণ জীবন,মুখ বুজে সহ্য করেছেন স্বামীর নির্যাতন, মদের নেশায় মর্মান্তিক মৃত্যু
আফ্রিকার সফর কেমন ছিল সেই কথা বলতে গিয়ে শুভম বলেন, প্রথম দিন থেকেই পাহাড়ের শিখরে পৌঁছানোর লক্ষ তিনি স্থির করেছিলেন। তানজানিয়া ন্যাশনাল পার্ক থেকে কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ৭ দিন, তবে শুভম পিক সামিট করেন ছয় দিনের মধ্যেই । সব থেকে রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শুভম বলেন, সামিট করার জন্য রাতের বেলা তারা রওনা দিয়েছিলেন। শিখরে পৌঁছে দেশের পতাকা হতে নিয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি। পর্বত জয়ের যে অভিজ্ঞতা শুভম অর্জন করেছে তা ভোলবার মতন নয়। এই বছরই তিনি আবার ইউরোপ সফরে বেরিয়ে পড়তে চান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সফর হয় ইউরোপ না হলে অস্ট্রেলিয়া।
advertisement
advertisement
আরও পড়ুন Jamnagar Local Food: রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য শিরোনামে জামনগর, কী ব্যবস্থা রয়েছে এই শহরের বিভিন্ন রেস্তোরাঁয়
এই বিষয়ে শুভমের পরিবারের সদস্যরা জানান, ছেলের জন্য তারা খুবই গর্বিত। তবে কিছু সময় তাদের দুশ্চিন্তাও হয়। বিশেষত যেই সময়ে তাকে ফোনে পাওয়া যায় না বা তার নেটওয়ার্ক থাকে না সেই সময়ে দুশ্চিন্তায় থাকেন তার মা-বাবারা। তবে পর্বত শৃঙ্গ জয় করে যখন ছেলে দেশের মাটিতে পা দেয় তাকে অভ্যর্থনা জানাতে সপরিবারে পৌঁছে যান এয়ারপোর্টে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Mountaineer : আফ্রিকার দুর্গম পাহাড় কিলিমাঞ্জারোর শিখরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন হুগলির তরুণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement