Jamnagar Local Food: রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য শিরোনামে জামনগর, কী ব্যবস্থা রয়েছে এই শহরের বিভিন্ন রেস্তোরাঁয়

Last Updated:

এমনিতে গুজরাতের জামনগর পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। দারুণ সব নৈসর্গিক দৃশ্য, ধর্মীয় স্থান এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই শহর।

জামনগর: মাঝে আর মাত্র একটা দিন। তারপর আগামী ১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আসর। যা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। গুজরাতের জামনগরেই এই বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় থাকতে চলেছেন চলচ্চিত্র, ব্যবসা এবং ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরা। বলাই বাহুল্য যে, তারকাখচিত হতে চলেছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবের আসর। প্রসঙ্গত, চলতি বছরের ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন রাধিকা-অনন্ত।
এমনিতে গুজরাতের জামনগর পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। দারুণ সব নৈসর্গিক দৃশ্য, ধর্মীয় স্থান এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই শহর। এখানেই শেষ নয়, খানাপিনার জন্যও দারুণ জনপ্রিয় জামনগর। এখানে পাওয়া যায় ভারতীয় খাবারের লোভনীয় সব পদ। ফলে খাদ্যরসিকদের জন্য তা রীতিমতো স্বর্গ! আর জামনগরে স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করতে গেলে যেতেই হবে জনপ্রিয় এই জায়গাগুলিতে।
advertisement
advertisement
পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে এখানে আসা যেতেই পারে। এখানকার অন্দরসজ্জাও অসাধারণ। আতিথেয়তার কথা তো আর আলাদা করে বলে দিতে হয় না! এখানে পাওয়া যাবে সেভ টম্যাটো, সুখি ভাজি, ভেজ মালভা কারি এবং ভিন্ডি কারির মতো জিভে জল আনা খাবার।
advertisement
রাজভোগ রেস্তোরাঁ:
গুজরাতি স্বাদ উপভোগ করতে গেলে যেতেই হবে রাজভোগ রেস্তোরাঁয়। হলুদ আর বাদামীর মিশেলে যেন গোটা রেস্তোরাঁয় লেগে রয়েছে মাটির ছোঁয়া। এখানকার লোভনীয় খাবারগুলির মধ্যে অন্যতম হল শ্রীখণ্ড গুলাব জামুন, গ্রিন ভেজিটেবল সবজি, গুজরাতি থালি এবং কাঠোর।
অন্নপূর্ণা রেস্তোরাঁ:
ছিমছাম অন্দরসজ্জা রয়েছে এই রেস্তোরাঁয়। আর এখানকার খাবারের স্বাদের কথা আলাদা করে বলে দিতে হয় না। এই রেস্তোরাঁয় এলে উপভোগ করা যাবে বাটারমিল্ক, সফট পরাঠা, ভাঘারেলো রোতোলো, শ্রীখণ্ড এবং আরও নানা কিছু। টেক-অ্যাওয়ের বিকল্পও রয়েছে।
advertisement
এই মাল্টি-ক্যুইজিন রেস্তোরাঁয় মিলবে গুজরাতি ঘরোয়া খাবারও। আর শান্ত পরিবেশ যেন আরও সকলকে আকৃষ্ট করে। এখানে মিলবে মেদু বড়া, পোডি ইডলি, ভেজ ঝালফ্রেজি, ভেজ কোলহাপুরি এবং বাটার মাইসোর দোসার মতো লোভনীয় নানা পদ।
advertisement
দার্জিলিং রেস্তোরাঁ:
দুর্দান্ত স্বাদের খাবার খেতে গেলে আসতেই হবে এই রেস্তোরাঁয়। কাজু গোয়ানি, কাজু হান্ডি, রাজওয়াড়ি খিচড়ি এবং লাসানিয়া বাটাটা গ্রেভির মতো খাবার তো মিলবেই! সেই সঙ্গে পাওয়া যাবে উত্তর ভারতীয় খাবার এবং ফাস্ট ফুড স্ন্যাকসও।
৩৬০ দ্য রুফটপ রেস্তোরাঁ:
জামনগর গেলে অবশ্যই এখানে আসতে হবে। কারণ ট্র্যাডিশনাল গুজরাতি খাবার পাওয়া যায় এখানে। সুন্দর পরিবেশ এবং দারুণ পরিষেবা – সব মিলিয়ে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই রেস্তোরাঁ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamnagar Local Food: রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানের জন্য শিরোনামে জামনগর, কী ব্যবস্থা রয়েছে এই শহরের বিভিন্ন রেস্তোরাঁয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement