Anant Ambani-Radhika Merchant: ছোটবেলার বন্ধু থেকে জীবনসঙ্গী, অনন্ত-রাধিকার প্রেম বড়ই মধুর, কোথায় কীভাবে আলাপ দু’জনের? প্রি ওয়েডিং-এর আগে রইল সেই রোম্যান্টিক স্টোরি!

Last Updated:
Anant Ambani-Radhika Merchant’s love story : মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ঘরে আসছেন তাঁদের ছোট বউমা৷ অনন্ত-রাধিকার প্রেম সিনেমার গল্পকেও হার মানাবে৷ খুবই রোম্যান্টিক...
1/9
ইতিমধ্যেই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সানাই বেজে গিয়েছে। ফলে খুশির হাওয়া বইছে অ্যান্টিলিয়াতে। ধুমধাম করেই চলতি বছরের পরের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা তাঁদের। এদিকে অনন্ত-রাধিকার তিন দিনব্যাপী বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে পরের মাসেই।
ইতিমধ্যেই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের সানাই বেজে গিয়েছে। ফলে খুশির হাওয়া বইছে অ্যান্টিলিয়াতে। ধুমধাম করেই চলতি বছরের পরের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা তাঁদের। এদিকে অনন্ত-রাধিকার তিন দিনব্যাপী বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে পরের মাসেই।
advertisement
2/9
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ঘোষণা করেছেন যে, আগামী ১, ২ এবং ৩ মার্চ জামনগরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং উৎসবের আয়োজন করেছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের নামীদামি তারকাদের। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে যে, ওই অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা।
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ঘোষণা করেছেন যে, আগামী ১, ২ এবং ৩ মার্চ জামনগরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং উৎসবের আয়োজন করেছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের নামীদামি তারকাদের। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে যে, ওই অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা।
advertisement
3/9
এদিকে গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। তবে এরপরে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিতে মেতেছিলেন অনন্ত-রাধিকা। কিন্তু এই জুটির প্রেমকাহিনি যে রূপকথার থেকে কোনও অংশে কম নয়, সে কথা অনেকেই জানেন না! সেই গল্পই শুনে নেওয়া যাক।
এদিকে গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। তবে এরপরে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিতে মেতেছিলেন অনন্ত-রাধিকা। কিন্তু এই জুটির প্রেমকাহিনি যে রূপকথার থেকে কোনও অংশে কম নয়, সে কথা অনেকেই জানেন না! সেই গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
4/9
অনন্ত-রাধিকার প্রেমকাহিনি: যদিও আম্বানি পরিবারের তরফে অনন্ত-রাধিকার প্রেমকাহিনি সম্পর্কে তেমন কিছুই প্রকাশ্যে আনা হয়নি। তবে সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি, শৈশব থেকেই বন্ধুত্ব অনন্ত এবং রাধিকার। তবে তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে, সে কথা প্রকাশ্যে আসে ২০১৮ সালে।
অনন্ত-রাধিকার প্রেমকাহিনি: যদিও আম্বানি পরিবারের তরফে অনন্ত-রাধিকার প্রেমকাহিনি সম্পর্কে তেমন কিছুই প্রকাশ্যে আনা হয়নি। তবে সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি, শৈশব থেকেই বন্ধুত্ব অনন্ত এবং রাধিকার। তবে তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে, সে কথা প্রকাশ্যে আসে ২০১৮ সালে।
advertisement
5/9
আসলে এই জুটির একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গিয়েছিল, একে অপরের চোখের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন অনন্ত এবং রাধিকা! আর এই ছবির মাধ্যমেই তাঁদের সম্পর্কের গভীরতা সকলের সামনে চলে আসে।
আসলে এই জুটির একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গিয়েছিল, একে অপরের চোখের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন অনন্ত এবং রাধিকা! আর এই ছবির মাধ্যমেই তাঁদের সম্পর্কের গভীরতা সকলের সামনে চলে আসে।
advertisement
6/9
যদিও সেই সময় নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। এদিকে ওই সময় আম্বানি পরিবারের ঘরোয়া অনুষ্ঠানগুলিতে যোগ দিতে দেখা যাচ্ছিল রাধিকাকে। ২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আম্বানি পরিবারের কন্যা ইশা। সেই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল রাধিকাকে। আবার ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা। সেই অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন পরিবারের হবু ছোট বউমা। ফলে অনন্ত-রাধিকার সম্পর্ক আর লুকিয়ে রাখা যায়নি!
যদিও সেই সময় নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। এদিকে ওই সময় আম্বানি পরিবারের ঘরোয়া অনুষ্ঠানগুলিতে যোগ দিতে দেখা যাচ্ছিল রাধিকাকে। ২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আম্বানি পরিবারের কন্যা ইশা। সেই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল রাধিকাকে। আবার ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা। সেই অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন পরিবারের হবু ছোট বউমা। ফলে অনন্ত-রাধিকার সম্পর্ক আর লুকিয়ে রাখা যায়নি!
advertisement
7/9
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদান: ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের নাথদ্বারা শ্রীনাথজি মন্দিরে রাধিকা এবং অনন্তের রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ২০২৩ সালের ১৯ জানুয়ারি এই যুগলের গোল ধানা অনুষ্ঠান হয়েছিল। আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে রাধিকা-অনন্তের বাগদান সম্পন্ন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকর, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়ার মতো তারকারা।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদান: ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের নাথদ্বারা শ্রীনাথজি মন্দিরে রাধিকা এবং অনন্তের রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ২০২৩ সালের ১৯ জানুয়ারি এই যুগলের গোল ধানা অনুষ্ঠান হয়েছিল। আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে রাধিকা-অনন্তের বাগদান সম্পন্ন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকর, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়ার মতো তারকারা।
advertisement
8/9
অনন্ত আম্বানির পরিচয়: নীতা এবং মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন তিনি। এরপর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে চলেছেন অনন্ত। জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডের সদস্যও তিনি। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ব্যবসা সামলাচ্ছেন অনন্ত।
অনন্ত আম্বানির পরিচয়: নীতা এবং মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন তিনি। এরপর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে চলেছেন অনন্ত। জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডের সদস্যও তিনি। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ব্যবসা সামলাচ্ছেন অনন্ত।
advertisement
9/9
রাধিকা মার্চেন্টের পরিচয়:শৈলা এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এনকোর হেলথকেয়ারের বোর্ডের ডিরেক্টর হওয়ার পাশাপাশি রাধিকা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীও বটে! ২০২২ সালের জুন মাসে ‘আরঙ্গেত্রম’ বা প্রথম অন-স্টেজ নৃত্য প্রদর্শন করেছিলেন আম্বানি পরিবারের হবু ছোট বউমা।
রাধিকা মার্চেন্টের পরিচয়:শৈলা এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এনকোর হেলথকেয়ারের বোর্ডের ডিরেক্টর হওয়ার পাশাপাশি রাধিকা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীও বটে! ২০২২ সালের জুন মাসে ‘আরঙ্গেত্রম’ বা প্রথম অন-স্টেজ নৃত্য প্রদর্শন করেছিলেন আম্বানি পরিবারের হবু ছোট বউমা।
advertisement
advertisement
advertisement