Banshberia Municipality: হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বদল, নতুন পদ পেয়েই চমক! বড় ঘোষণা তাপস মুখার্জির
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Banshberia Municipality: তৃণমূলের জন্মলগ্ন থেকে বাঁশবেড়িয়া পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান তাপস মুখার্জি বাঁশবেড়িয়ার কাউন্সিলর হিসেবে রয়েছেন।
বাঁশবেড়িয়া, হুগলি: বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে দলীয়ভাবে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো তিনি পদত্যাগ করলে বেশ কয়েকদিন ওই পৌরসভার চেয়ারম্যানের পদ ফাঁকা ছিল, এরপর দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি।
তৃণমূলের জন্মলগ্ন থেকে বাঁশবেড়িয়া পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান তাপস মুখার্জি বাঁশবেড়িয়ার কাউন্সিলর হিসেবে রয়েছেন। ১৫ বছর আগে একবার তাকে চেয়ারম্যান করার কথা হলেও সেসময় বর্ষিয়ান রথীন দাস মোদককে চেয়ারম্যান করা হয়েছিল। তবে এরপর থেকে চেয়ারম্যানের পদ একবারও না জুটলেও কোনও ক্ষোভ ছিল না তাপস মুখার্জির। যদিও এসবের মধ্যেই তাকে এবার দল চেয়ারম্যান পদে বসিয়েছে।
advertisement
advertisement
মূলত গত লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় বাজবেড়িয়া পৌরসভা এলাকায় প্রায় ১২ হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলা হয় এবং তিনি ১১ নভেম্বর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর মঙ্গলবার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন তাপস মুখার্জি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাপস মুখার্জি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পর তাকে প্রাক্তন চেয়ারম্যান সম্বন্ধে প্রশ্ন করা হলে তার চোখ দিয়ে জল দেখা যায়। তিনি জানান, প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল। কিন্তু দলীয় নির্দেশের বিষয়টি মেনে নিতেই হবে। এর পাশাপাশি নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে তাকে চমক দিতে দেখা যায় উন্নয়ন নিয়ে। চেয়ারম্যান পদে বসেই তাপস মুখার্জি জানান, তার প্রথম লক্ষ্য হল পৌরসভা ভবন এবং ত্রিবেণী হেলথ সেন্টারে লিফট বসানো। এছাড়াও তিনি জানিয়েছেন সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়েই তিনি কাজ করবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 03, 2025 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Banshberia Municipality: হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বদল, নতুন পদ পেয়েই চমক! বড় ঘোষণা তাপস মুখার্জির


