Viswa Bharati: বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি বিচারপতির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Viswa Bharati: বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থা'র। পড়ুয়াদের আদালত অবমাননার মামলা দায়ের। ছাত্রাবাস না খুলেই পরীক্ষা শুরুর অভিযোগ ভিসি বিরুদ্ধে পড়ুয়াদের।
#বীরভূম: বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থা'র। পড়ুয়াদের আদালত অবমাননার মামলা দায়ের। ছাত্রাবাস না খুলেই পরীক্ষা শুরুর অভিযোগ উঠেছিল ভিসির বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ ছিল, পুলিশ -বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের উপস্থিতিতে তালা খুলে ছাত্রাবাস চালু করতে হবে। শুক্রবার অবমাননার অভিযোগের মামলার শুনানি।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছিল পরীক্ষা শুরুর আগে ছাত্রাবাস খুলে দিতে হবে। সেইমতো ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছিল বলে দাবি করে বিশ্বভারতী (Viswa Bharati) কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, কোনও ছাত্রাবাস এখনও পর্যন্ত পায়নি পড়ুয়ারা। প্রসঙ্গত, সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দেয় অবিলম্বে প্রাপ্ত ছাত্রাবাস ফিরিয়ে দিতে হবে। এই বিজ্ঞপ্তির পরেই উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে।
advertisement
advertisement
পরীক্ষার দিনগুলোতে হস্টেল খুলে দিতে হবে। এই কাজে উপাচার্যকে সাহায্য করবে পুলিশ। আন্দোলন তুলে নেবে ছাত্রছাত্রীরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়ে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মানা হয়নি। তারপরেই আদালতের বড়োসড়ো সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2022 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viswa Bharati: বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি বিচারপতির