Rampurhat Violence: রামপুরহাট কাণ্ডে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, জোড়া জনস্বার্থ মামলা দায়ের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সোমবার রাতে রামপুরহাটের (Rampurhat Violence) বকটুই গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ এই ঘটনার পর পরই বকটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা৷
#কলকাতা: রামপুরহাটের (Rampurhat Violence) ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে৷ জনস্বার্থ মামলা দায়েরের অনমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷
মামলাকারী আইনজীবীদের আর্জি, এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না৷ এর পাশাপাশি, দ্বিতীয় একটি জনস্বার্থ মামলায় রামপুরহাট কাণ্ডের তদন্ত এনআইএ অথবা সিবিআই-কে দিয়ে করানোর আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী৷ আগামিকাল জরুরি শুনানি চেয়েও আবেদন করা হয়েছে৷
advertisement
advertisement
সোমবার রাতে রামপুরহাটের বকটুই গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ এই ঘটনার পর পরই বকটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা৷ যার জেরে জীবন্ত দগ্ধ হয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য৷
advertisement
এ দিন সকালে ঘটনার কথা জানাজানি হতেই বিজেপি সমর্থিত আইনজীবীরা প্রথমে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ সেই আবেদনে বলা হয়, এই ঘটনায় কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করুক৷ পাশাপাশি, মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, তদন্তের বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানিয়ে দিচ্ছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। ফলে আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ ছাড়া সত্য সামনে আসবে না। যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়ে দেন, এই মামলায় আদালত স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ কি না আবেদনপত্র খতিয়ে দেখার পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
এর পরেই আদালতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়েরকারী আইনজীবীও রামপুরহাটের ঘটনার রহস্যভেদে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানান৷ পাশাপাশি প্রকৃত সত্য উদঘাটনে সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করানো এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথাও আবেদনে বলা হয়েছে৷ আগামিকালই জরুরি শুনানির আর্জিও জানানো হয়েছে দ্বিতীয় জনস্বার্থ মামলায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2022 3:05 PM IST