Rampurhat Violence: রামপুরহাট কাণ্ডে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, জোড়া জনস্বার্থ মামলা দায়ের

Last Updated:

সোমবার রাতে রামপুরহাটের (Rampurhat Violence) বকটুই গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ এই ঘটনার পর পরই বকটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা৷

রামপুরহাট কাণ্ড গড়ালো হাইকোর্টে৷
রামপুরহাট কাণ্ড গড়ালো হাইকোর্টে৷
#কলকাতা: রামপুরহাটের (Rampurhat Violence) ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে৷ জনস্বার্থ মামলা দায়েরের অনমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷
মামলাকারী আইনজীবীদের আর্জি, এই মামলায় হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া প্রকৃত সত্য সামনে আসবে না৷ এর পাশাপাশি, দ্বিতীয় একটি জনস্বার্থ মামলায় রামপুরহাট কাণ্ডের তদন্ত এনআইএ অথবা সিবিআই-কে দিয়ে করানোর আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী৷ আগামিকাল জরুরি শুনানি চেয়েও আবেদন করা হয়েছে৷
advertisement
advertisement
সোমবার রাতে রামপুরহাটের বকটুই গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ এই ঘটনার পর পরই বকটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা৷ যার জেরে জীবন্ত দগ্ধ হয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য৷
advertisement
এ দিন সকালে ঘটনার কথা জানাজানি হতেই বিজেপি সমর্থিত আইনজীবীরা প্রথমে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷ সেই আবেদনে বলা হয়, এই ঘটনায় কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করুক৷ পাশাপাশি, মামলাকারী আইনজীবীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, তদন্তের বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানিয়ে দিচ্ছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। ফলে আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ ছাড়া সত্য সামনে আসবে না। যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়ে দেন, এই মামলায় আদালত স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ কি না আবেদনপত্র খতিয়ে দেখার পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
এর পরেই আদালতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়েরকারী আইনজীবীও রামপুরহাটের ঘটনার রহস্যভেদে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানান৷ পাশাপাশি প্রকৃত সত্য উদঘাটনে সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করানো এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথাও আবেদনে বলা হয়েছে৷ আগামিকালই জরুরি শুনানির আর্জিও জানানো হয়েছে দ্বিতীয় জনস্বার্থ মামলায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rampurhat Violence: রামপুরহাট কাণ্ডে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, জোড়া জনস্বার্থ মামলা দায়ের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement