Hazarduari of Murshidabad : কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল, কিন্তু তীব্র গরমে ফের পর্যটকশূন্য হাজারদুয়ারি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Hazarduari of Murshidabad : তীব্র দাবদাহে পর্যটকশূন্য নবাবি স্মৃতি বিজড়িত হাজারদুয়ারি।
#লালগোলা : তীব্র দাবদাহের ফলে নাজেহাল মুর্শিদাবাদ জেলা-সহ দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা ওঠানামা করছে ৪১ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রির মধ্যে। সূর্যের রক্তচক্ষুকে আটকানো যাচ্ছে না এখনও। দেখা নেই বৃষ্টিরও। বৈশাখের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও প্রত্যাশিত কালবৈশাখীর দেখা না মেলায় নাজেহাল গোটা জেলাবাসী।
তীব্র দাবদাহে পর্যটকশূন্য নবাবি স্মৃতি বিজড়িত হাজারদুয়ারি। এমনিতেই গত দুবছরের কোভিড মহামারি আর লকডাউনে বন্ধ ছিল হাজারদুয়ারির দরজা। বর্তমানে সে পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাজারদুয়ারি। কিন্তু তীব্র দাবদাহে ফের তাল কেটেছে সেই ছন্দের। ফলে আবার পর্যটকশূন্য হাজারদুয়ারী।
আরও পড়ুন : ২০-তেই কপালে গড়ের মাঠ? রইল মুক্তির উপায়
এর ওপর চলছে পবিত্র রমজান মাস। কিছুদিন আগেও প্যালেস পরিদর্শনের জন্য টিকিট বিক্রি হত দৈনিক এক হাজার। কিন্তু গরমের রক্তচক্ষুতে টিকিট বিক্রি নেমে এসেছে দৈনিক তিনশো থেকে চারশোতে। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। হাজারদুয়ারিতে ইতিহাসের খোঁজে যেমন সাধারণ মানুষ ভিড় জমান, তেমনই ভ্রমণপিপাসু বাঙালি-সহ ভিন রাজ্যের মানুষ আসেন বাংলার নবাবি আমলের স্মৃতি বিজড়িত অন্যান্য নিদর্শন দেখতে।
advertisement
advertisement
আরও পড়ুন : গ্রীষ্মের প্রিয় ফল হতে পারে প্রাণঘাতীও! জানুন কখন কীভাবে শশা খাবেন
কিন্তু গত এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের ফলে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরচ্ছেন না কেউই। পাশাপাশি, রাজ্যের তরফে তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি থাকায় পর্যটকশূন্য হাজারদুয়ারিকে দেখে মন খারাপ গাইডদেরও। যদিও যেসব পর্যটক প্যালেস দেখতে আসছেন, তাঁরা কিন্তু ভিড়হীন হাজারদুয়ারিতে নিরিবিলিতে ঘুরতে পেরে খুবই খুশি। অন্যদিকে গাইডদের আশা, গরম মিটলেই পর্যটকদের দেখা মিলবে আবার। তাই এখন একটাই প্রার্থনা, সূর্যের তাপ কমে দেখা দিক কালবৈশাখী।
advertisement
( প্রতিবেদন : কৌশিক অধিকারী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hazarduari of Murshidabad : কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল, কিন্তু তীব্র গরমে ফের পর্যটকশূন্য হাজারদুয়ারি