সমীক্ষা বলছে, এখন বয়স ২০-র কোঠায় পোঁছলেই নারী পুরুষ নির্বিশেষে টাক পড়তে শুরু করা বিচিত্র নয়৷ চুল পড়ে সৌন্দর্যের পাশাপাশি ব্যাহত হয় মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসও৷
2/ 7
সামনের দিকে চুল কমে গিয়ে কপাল ক্রমশ চওড়া হয়ে যাওয়ার সমস্যাকে বলে ‘রিসিডিং হেয়ারলাইন’৷ ছেলেদের ক্ষেত্রে এই সমস্যার জন্য দায়ী হয় মূলত বংশের ধারা৷ কোন কোন কীভাবে অল্প বয়সে টাক পড়ার সমস্যাকে আটকানো যায়৷
3/ 7
চিকিসকের পরামর্শ নিয়ে হরমোনাল ওষুধে টাক পড়ার সমস্যা রোধ করা যেতে পারে৷
4/ 7
পিপারমিন্ট, রোজমেরি, ল্যাভেন্ডারের মতো এসেনশিয়াল অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে৷ এই ধরনের তেলগুলিকে মিশিয়ে নিতে হয় মূল তেল যেমন আমন্ড অয়েল বা জোজোবা অয়েলের সঙ্গে৷
5/ 7
মহিলাদের ক্ষেত্রে লম্বা চুল পিছনে টেনে বাঁধলে অনেক সময় কপাল বড় হয়ে যায়৷ তাই হেয়ারস্টাইল পাল্টালেও সামনে টাক পড়ার সমস্যা দূর হতে পারে৷
6/ 7
মহিলাদের ক্ষেত্রে লম্বা চুল পিছনে টেনে বাঁধলে অনেক সময় কপাল বড় হয়ে যায়৷ তাই হেয়ারস্টাইল পাল্টালেও সামনে টাক পড়ার সমস্যা দূর হতে পারে৷
7/ 7
এই সব উপায় ব্যর্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করাতে পারেন৷