Diwali 2024: ব্লেডে মা কালী, ধানে মা কালী, পেন্সিলের শিষেও মা কালী! এই মাইক্রো আর্ট দেখলে চমকাবেন!

Last Updated:

An exclusive collection of goddess Kali in micro art: বাঁকুড়ার মাইক্রো আর্টে মা কালীর কালেকশন দেখলে অবাক হবেন আপনি।

+
কালীর

কালীর কালেকশন

বাঁকুড়া: মা কালীর বিরাট কালেকশন! ব্লেড এর উপরে মা কালী, ধানের উপরে মা কালী, মা কালী পেন্সিলের শিষে। আবার বোতলের ভিতরে অ্যালুমিনিয়ামের মা কালী। বোতলবন্দি মা কালী দেখে সকলে প্রশ্ন করছেন যে কীভাবে মা কালী ঢুকলেন বোতলের ভিতরে? আবার মাত্র চার সেন্টিমিটারের চুনাপাথর দিয়ে তৈরি মা কালী।
আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন
সামনে কালীপুজো আর তার আগে মা কালীর প্রতি ভক্তি এবং শিল্পের প্রতি আনুগত্য দেখিয়ে, বাঁকুড়ার শিল্পী তাক লাগিয়েছেন সবাইকে। তার বিরাট মা কালীর কালেকশন দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। বাঁকুড়ার পেশায় চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কালীপুজোর আগে মা কালীর বিরাট সম্ভার নিয়ে বসেছেন। সূক্ষ্ম চুনাপাথর কেটে ৪ সেন্টিমিটার এর মা কালী তৈরি করেছেন। এছাড়াও রয়েছে তার অন্যান্য সৃষ্টি গুলি। প্রতিটিতেই ফুটে উঠেছে মা কালীর ভিন্নরূপ।
advertisement
advertisement
মানুষ চাইলেই কত নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সেটাই করে দেখাচ্ছেন। নিজে পেশায় চিত্রশিল্পী হলেও, একজন রাজ্যের নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি। অর্থাৎ ছোটখাটো সূক্ষ্ম জিনিসের উপর খোদাই করে মূর্তি তৈরি করে থাকেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শক্তি সাধনার আর কয়েকদিন, তার আগে নিজের অস্ত্রশস্ত্রে শান দিয়ে তৈরি করে ফেললেন আরও একটি বিশেষ মা কালীর মূর্তি। দারুন দেখতে, সূক্ষ্ম কারুকার্য। অবাক করবে আপনাকে। ভাববেন কিভাবে সম্ভব? আরও অবাক হবেন পেন্সিলের শীষের ওপর মা কালীকে দেখলে। দুর্দান্ত সূক্ষ্ম কাজ।
advertisement
অর্ধেক ইঞ্চির মা কালী থেকে চার সেন্টিমিটারের মা কালী সঙ্গে আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা এবং মা কালী সবই বাঁকুড়ার এই শিল্পীর সৃষ্টি। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বানিয়েছিলেন, বোতলবন্দী বিরাট কোহলিকে। এক দশক আগে সৌরভ গাঙ্গুলীকে উপহার দিয়েছেন \”বোতলবন্দী দাদা\”। প্রান্তিক বাঁকুড়া থেকেও কিভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2024: ব্লেডে মা কালী, ধানে মা কালী, পেন্সিলের শিষেও মা কালী! এই মাইক্রো আর্ট দেখলে চমকাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement