Birbhum News: এই ডিভাইস থাকলে মেয়েদের বিপদ হবে না আর! 'আশ্চর্য আবিষ্কার' পঞ্চম শ্রেণীর ছাত্রের!

Last Updated:

কোনও বোন বা দিদি যেন কোনও সমস্যায় না পড়ে আর সেই ভাবনা থেকেই এক অনন্য আবিষ্কার বীরভূমের বছর ১০ এর অনুরাগ মজুমদার ওরফে ইমনের।

+
এই

এই ডিভাইস থাকলে মেয়েদের বিপদ হবে না আর! 'আশ্চর্য আবিষ্কার' পঞ্চম শ্রেণীর ছাত্রের!

বীরভূম: কোনও বোন বা দিদি যেন কোনও সমস্যায় না পড়ে আর সেই ভাবনা থেকে এক অনন্য আবিষ্কার বীরভূমের বছর ১০-এর অনুরাগ মজুমদার ওরফে ইমনের। কী? শুনে অবাক হচ্ছেন? তবে এটি আসল সত্যি ঘটনা। একটি ‘আর এল ডিভাইস’ তৈরি করে বিজ্ঞান জগতে কার্যত চমক দিয়েছে ইমন। বীরভূমের লাভপুরের বিডিও অফিসপাড়ার ইমন স্থানীয় পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন
তার বাবা মুক্তিশ্বর মজুমদার পেশায় গ্রাফিক্স ডিজাইনার এবং এবং তার মা সঙ্গীতা মজুমদার একটি বেসরকারি স্কুলের কম্পিউটার শিক্ষিকা। পারিবারিক সূত্রের খবর, ছোট থেকেই ইমনের পদার্থ বিজ্ঞানের উপর বেশি ঝোঁক। ইমন শুধুমাত্র মেয়েদের রক্ষাকবচ তৈরি করেছে তাই নয়,বিশ্ব রেকর্ডের থেকে কম সময়ে বিজ্ঞানে ‘প্রিয়ডিক টেবিল ‘ ঝড় ঝড় করে বলতে পারে।
advertisement
আরও পড়ুন- কলা ভুলে যান! খোসাতেই আছে ব্রহ্মাস্ত্র! এইভাবে ব্যবহার করলেই নিমেষে পাল্টে যাবে জীবন…
ইমনের মা বাবা জানান, ইমন ছোট থেকেই বিজ্ঞানমনস্ক। খেলার ছলে সে বিভিন্ন বিজ্ঞানের জিনিস তৈরি করে থাকে। প্রসঙ্গত কয়েক মাস আগে ছোট্ট ইমন অনু-পদার্থবিজ্ঞান বিভিন্ন অনুর ধারণাকে কাজে লাগিয়ে শিবলিঙ্গের আকৃতির চার্ট তৈরি করে বীরভূমের আহমদপুরের একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়ে স্বীকৃতি লাভ করেছিল।
advertisement
advertisement
তবে কীভাবে ব্যাবহার করা যাবে এই যন্ত্র!ইমন জানায়, \”দু’টি অ্যাপ, একটি ‘ওয়েব অ্যাপ্লিকেশন’ এবং দু’টি ‘ডিভাইস’ দিয়ে তৈরি করা হয়েছে ব্যবস্থাটি। কেউ কোথাও বিপদে পড়লে ওই ব্যবস্থার সাহায্যে ক্ষুদ্রাকৃতি যন্ত্রের মাধ্যমে পুলিশের সাহায্য পাওয়া যাবে। যন্ত্রটির ‘ইমার্জেন্সি বাটনে’ চাপ দিলে বিপদগ্রস্ত ব্যক্তি যেখানে আক্রান্ত সংশ্লিষ্ট সেই এলাকার থানায় বিপদ সঙ্কেতের অ্যালার্ম বেজে উঠবে। থানার কর্তব্যরত অফিসার কম্পিউটারে ‘ওয়েব অ্যাপ্লিকেশনটি’ খুলে বিপদগ্রস্ত ব্যক্তির অবস্থান দেখতে পাবেন।
advertisement
ইমনের মেন্টর তথা স্থানীয় চৌহাট্টা হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক ঋত্বিক মণ্ডল বলেন, \”অধিকাংশ ক্ষেত্রে পুলিশের কাছে ঘটনার খবর অনেক পরে পৌঁছয়। ইমনের ওই ব্যবস্থাটি ব্যবহার করলে পুলিশ দ্রুত পদক্ষেপ করার সুযোগ পাবে। তবে পুলিশ প্রশাসন এবং নাগরিক সমাজ ব্যবস্থাটি সম্পর্কে ওয়াকিবহাল হলে তবেই এর থেকে সুফল মিলবে। শুধুমাত্র অনুরাগ এই ডিভাইস তৈরি করেছে তা নয় এর পাশাপাশি তার বিজ্ঞানের সমস্ত ফর্মুলা প্রায় মুখেই লেগে রয়েছে। তার এই প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বীরভূম জেলাশাসক বিধান রায়।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Birbhum News: এই ডিভাইস থাকলে মেয়েদের বিপদ হবে না আর! 'আশ্চর্য আবিষ্কার' পঞ্চম শ্রেণীর ছাত্রের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement