Hand Fan: গ্রামের ভরসাতেই টিকে হাতপাখা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Hand Fan: শরীরকে ঠাণ্ডা রাখার কাজ করেন হাতপাখার কারিগরেরা। তবে আধুনিকতার যুগে অনেকাংশেই রুগ্ন হয়ে পড়েছে এই শিল্প। গরমের হাত থেকে বাঁচতে বাড়িতে ফ্যান, এসি, কুলার আসায় কদর কমেছে হাত পাখার
উত্তর ২৪ পরগনা: প্রচণ্ড দাবদাহে আমজনতাকে কিঞ্চিত শক্তি দিয়ে সোমবার সন্ধের পর দক্ষিণবঙ্গের বহু জায়গায় নেমেছে বৃষ্টি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, আগামী কিছুদিনের মধ্যেই আবার তাপপ্রবাহ শুরু হতে পারে। এমনিতেই দু’দিন আগে পর্যন্ত টানা তপপ্রবাহে বিধ্বস্ত গোটা দক্ষিণবঙ্গের মানুষ। এই সময়ে স্বাভাবিকভাবেই বেড়েছে হাত পাখার চাহিদা। কিন্তু যারা হাতপাখা তৈরি করেন তাঁরা কেমন আছেন?
নিজেরা গরম সহ্য করে অপরের শরীরকে ঠাণ্ডা রাখার কাজ করেন হাতপাখার কারিগরেরা। তবে আধুনিকতার যুগে অনেকাংশেই রুগ্ন হয়ে পড়েছে এই শিল্প। গরমের হাত থেকে বাঁচতে বাড়িতে ফ্যান, এসি, কুলার আসায় কদর কমেছে হাত পাখার। ফলে একরকম অস্তিত্ব সঙ্কটে ভুগছে এই শিল্প। মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প। তবুও আশা নিয়েই পাখা তৈরি করে চলেছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার হাতপাখা শিল্পীরা।
advertisement
advertisement
এক জন পাখা শিল্পী দিনে পাঁচ থেকে সাত হাজার পাখা প্রস্তুত করতে পারেন। তাঁদের মজুরি নির্ধারিত হয় কাজের পরিমাণের ওপর নির্ভর করে। তবে পাখা শিল্পীদের আক্ষেপ, দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পর তাঁরা যে মজুরিটুকু পান তাতে ঠিক মত সংসার চলে না। তাঁদের আবেদন, এই পাখা শিল্পকে বাঁচিয়ে রাখতে যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব ভাল হয়। অতীতে এই হাত পাখার চাহিদা এতটাই ছিল যে জেলা ছাড়িয়ে বিহার, ওড়িশার মত প্রতিবেশীর রাজ্যগুলিতে ও পৌঁছে তো গোবরডাঙার হাতপাখা। তবে দিন বদলের ফলে এখন কোনওরকমে টিকে আছেন এই পাখা প্রস্তুতকারকরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 10:28 PM IST