Lok Sabha Election 2024: চেনা মাঠে অচেনা লড়াইয়ে সুজাতা, ভূমিকা বদল মেনে নেবে জনতা?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Lok Sabha Election 2024: সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ পরিয়ে দিলেন গাঁদা ফুলের মালা
বাঁকুড়া: গমগমে প্রচারে মাতলেন সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর সোমবারের প্রচারে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। সারলেন মধ্যাহ্নভোজন। এরপর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের সভার প্রস্তুতি। মঙ্গলবার পাত্রসায়র গরুহাটতলায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই যাবতীয় আয়োজন নিজে উপস্থিত থেকে তদারকি করেন সুজাতা।
সোমবার সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ কেউ পরিয়ে দিলেন গাঁদা ফুলের মালা। পরে মাইক্রোফোন হাতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। এদিন বিষ্ণুপুরের এক তৃণমূল কর্মীর বাড়িতে দুপুরের খাবার খান সুজাতা। এরপর দ্রুত বেরিয়ে পড়েন সভা স্থল ঘুরে দেখতে।
advertisement
advertisement
ইতিমধ্যেই রমরমিয়ে কাজ চলছে পাত্রসায়রে। মঙ্গলবার সুজাতা মণ্ডল এবং মুখ্যমন্ত্রীর জুটি দেখতে মুখিয়ে এখানকার জনতা। এই প্রসঙ্গে সুজাতা বলেন, আমাকে আপনারা চেনেন। আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। ভোট দিয়ে আমাকে জয়ী করুন যাতে আমি আপনাদের সব সমস্যার সমাধান করতে পারি।
advertisement
উল্লেখ্য, বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারেরও প্রার্থী সৌমিত্র খাঁ’র প্রাক্তন ঘরণী সুজাতা মণ্ডল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় আদালতের নির্দেশে বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। সেই সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাঁর হয়ে প্রচার করে জিতিয়ে এনেছিলেন সুজাতা। ফলে বিষ্ণুপুরের মাটি তাঁর অতি পরিচিত। কিন্তু পাঁচ বছর আগে যে প্রতীকের হয়ে লড়েছিলেন এখন সেটা বদলে গিয়েছে। প্রতি বদলালেও ভোটের ময়দানে বিষ্ণুপুরে সুজাতা আবার বাজিমাত করতে পারবেন কিনা এখন সেটাই দেখার।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 9:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: চেনা মাঠে অচেনা লড়াইয়ে সুজাতা, ভূমিকা বদল মেনে নেবে জনতা?