Lok Sabha Election 2024: 'নির্দল' কুড়মি অঙ্কে পুরুলিয়া উদ্ধারের স্বপ্ন তৃণমূলে

Last Updated:

Lok Sabha Election 2024: কুড়মিরা পুরুলিয়া সহ জঙ্গলমহলের কেন্দ্রগুলিতে নিজেদের সম্প্রদায়ের পৃথক নির্দল প্রার্থী দিয়েছে। ফলে এই কেন্দ্রের ভোটের হিসেব অনেকটাই ঘেঁটে গিয়েছে

+
মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী সভার শেষ মুহূর্তের প্রস্তুতি

পুরুলিয়া: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এরই মাঝে শেষ মুহূর্তে কর্মীদের মনোবল বাড়াতে জেলা সফরে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌আগামী ২৫ মে পুরুলিয়া কেন্দ্রের ভোটগ্রহণ। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই সফর।
মঙ্গলবার অর্থাৎ ৭ মে পুরুলিয়ার পাড়া ব্লকের গুড়গুড়ি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হবে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে এই সভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার দুপুর দুটো থেকে রয়েছে মুখ্যমন্ত্রী সভা। সোমবার সেই সবার শেষ পর্যায়ে প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ব্যস্ততা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে। সবাই আগত কর্মী সমর্থকদের জন্য থাকতে পানীয় জলের ব্যবস্থা।
advertisement
advertisement
এই বিষয়ে বিধায়ক সুশান্ত মাহাত বলেন, জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই পাড়া এলাকার ছাত্র যুব নেতাকর্মীরা খুবই উৎসাহিত তৃণমূল সুপ্রিমোর জনসভাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে কী বার্তা দেন সেই আশাতেই আমরা সকলে রয়েছি।
advertisement
লোকসভা নির্বাচনকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। মিটিং , মিছিল, প্রচার চলছে সর্বত্র। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এরই মাঝে তৃণমূল সুপ্রিমোর জেলা সফর কর্মী সমর্থকদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। ‌ তাই এই সভাকে সফল করে তুলতে সচেষ্ট সকলেই।
উল্লেখ্য কুড়মিরা পুরুলিয়া সহ জঙ্গলমহলের কেন্দ্রগুলিতে নিজেদের সম্প্রদায়ের পৃথক নির্দল প্রার্থী দিয়েছে। ফলে এই কেন্দ্রের ভোটের হিসেব অনেকটাই ঘেঁটে গিয়েছে। এখন দেখার তার ফায়দা কোন ফুল তোলে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'নির্দল' কুড়মি অঙ্কে পুরুলিয়া উদ্ধারের স্বপ্ন তৃণমূলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement