West Medinipur News: মুখ্যমন্ত্রী আসার আগে অঘটন, বজ্রাঘাতে মৃত মহিলা, আর্থিক সাহায্য প্রশাসনের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
দু'দিন জেলায় থাকবেন মুখ্যমন্ত্রী। শালবনিতেই বিশেষ সভা করার কথা রয়েছে তাঁর। তার আগেই শালবনীতে বিপর্যয়। ঝড়ো হাওয়া এবং বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার আহত বেশ কয়েকজন। তবে মুখ্যমন্ত্রী আসার আগে তৎপর প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর:দুদিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে বিশেষ এক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তবে ঠিক তার কয়েকদিন আগেই ঘটল অঘটন। বৃহস্পতিবার বিকেলে বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন আরও একাধিক জন। তবে তৎপরতার সঙ্গে মৃত ওই ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্য এবং সাহায্য তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া ঠিক থাকলেও দুপুর গড়াতে বদলে যায় আবহাওয়ার চিত্র। বিকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। শালবনী ব্লকজুড়ে একাধিক জায়গায় বজ্রাঘাতে আহত হন একাধিক ব্যক্তি। শুধু তাই নয়, মৃত্যু হয় এক মহিলার। এবার তার বাড়িতেই প্রশাসনিক আধিকারিকেরা।
বৃহস্পতিবার বিকেলে, বজ্রাঘাতে গুরুতর জখম হন একাধিক জন। মৃত্যু হয় শালবনী ব্লকের অন্তর্গত কাশিজোড়া অঞ্চলের মশরু গ্রামে সাবিত্রী মাহাতের। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী আসার আগে, শুক্রবার সকালে তার বাড়িতে হাজির হলেন প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্য সরকারের উদ্যোগে মৃত ওই মহিলার পরিবারের হাতে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শুধু তাই নয় পাঁচজন আহতের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয় এদিন।
advertisement
advertisement
শুক্রবার সকালে মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা , শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , কর্মাধ্যক্ষ সুব্রত সানি, গৌতম বেরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল ও অন্যান্য আধিকারিকেরা উপস্থিত হন তাদের বাড়িতে। সাহায্য করে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে।
advertisement
প্রসঙ্গত সোমবার এবং মঙ্গলবার জেলায় থাকবেন মুখ্যমন্ত্রী শালবনিতেই বিশেষ সভা করার কথা রয়েছে তার তার আগেই শালবনিতে বিপর্যয়। ঝড়ো হাওয়া এবং বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার আহত বেশ কয়েকজন। অন্যদিকে খড়গপুরে ইট ভাটায় কাজের সময় বজ্রাঘাতে মৃত্যু হয় পিংলার বাসিন্দা চন্দন ঘাঁটার। তাদের বাড়িতেও এই দিন উপস্থিত হয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। তুলে দেওয়া হয় সাহায্য।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মুখ্যমন্ত্রী আসার আগে অঘটন, বজ্রাঘাতে মৃত মহিলা, আর্থিক সাহায্য প্রশাসনের