অটো ইউনিয়নে কার দাপট থাকবে! তুমুল গণ্ডগোল, চালকদের মারধর! হুগলিতে প্রকাশ্যে 'গোষ্ঠী কোন্দল'
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Goghat Auto Union Clash: গোঘাটে অটো ইউনিয়নের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। প্রকাশ্য রাস্তায় অটোচালকদের মারধরের ঘটনা ঘটল হুগলির কামারপুকুরে। ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। এই ঘটনায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
গোঘাট, হুগলি, শুভদীপ ঘোষ: অটো ইউনিয়নের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আর তা থেকেই গণ্ডগোলের জেরে এবার প্রকাশ্য রাস্তায় অটোচালকদের মারধরের ঘটনা ঘটল হুগলির কামারপুকুরে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। এই ঘটনায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোঘাটে চাঞ্চল্য।
হুগলির গোঘাট-২ ব্লক আইএনটিটিইউসির সদ্য নির্বাচিত সভাপতি প্রসেনজিৎ ঘোষাল ও জেলা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক স্বরূপ লাহার মধ্যে বিরোধ সামনে এসেছে। এই ঘটনায় আক্রান্তরা গোঘাট থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কামারপুকুরে মিছিল করেন। এমনকি মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি প্রসেনজিৎ ঘোষাল।
আরও পড়ুনঃ অজান্তেই সাইবার প্রতারণার শিকার ৭২ বছরের বৃদ্ধা! আর একটু হলেই খোয়াচ্ছিলেন ২৫ লক্ষ, গোবরডাঙা পুলিশের প্রশংসনীয় ভূমিকায় এ যাত্রায় রক্ষা
অভিযোগ, অটো ইউনিয়নে কোন গোষ্ঠীর প্রভাব থাকবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপা অশান্তি চলছিল। আগে স্বরূপবাবু অটো ইউনিয়ন নিয়ন্ত্রণ করতেন। ব্লক আইএনটিটিইউসির সভাপতি বদলের পরই নতুন আইএনটিটিইউসির ব্লক সভাপতির অনুগামীরা কামারপুকুরের অটো ইউনিয়ন কমিটি ভাঙার জন্য সরব হন।
advertisement
advertisement
আর তাতেই স্বরূপবাবুর অনুগামীরা কয়েকজন অটোচালককে মারধর করেন বলে অভিযোগ। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
October 15, 2025 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অটো ইউনিয়নে কার দাপট থাকবে! তুমুল গণ্ডগোল, চালকদের মারধর! হুগলিতে প্রকাশ্যে 'গোষ্ঠী কোন্দল'