Kulti Ram Mandir: মাঘী পূর্ণিমায় বিশেষ আয়োজন! আসানসোলের কুলটিতে ১৩৫ বছরের প্রাচীন এই মন্দিরে সপরিবারে নিত্য পূজিত রামচন্দ্র
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kulti Ram Mandir: এই রাম মন্দিরে সারা বছর রাখা থাকে প্রতিমার কাঠামো। যেখানে রাম, সীতা, লক্ষণ ছাড়াও রয়েছেন ভরত, শত্রুঘ্ন, বিভীষণ। রয়েছেন রামভক্ত হনুমান।
নয়ন ঘোষ, আসানসোল, পশ্চিম বর্ধমান : অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে সাজো সাজো রব। দীর্ঘ প্রতীক্ষার হয়েছে অবসান। রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। কিন্তু পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে বহু পুরনো একটি রাম মন্দির। যেখানে সপরিবারে বসবাস করেন ভগবান রামচন্দ্র। তবে এই পুরনো রাম মন্দিরের ঠিকানা জানেন না অনেকেই।
আসানসোলের কুলটির ভরতচক গ্রাম। সেখানেই রয়েছে বহু পুরনো এই রাম মন্দিরটি। এই রাম মন্দিরে সারা বছর রাখা থাকে প্রতিমার কাঠামো। যেখানে রাম, সীতা, লক্ষ্মণ ছাড়াও রয়েছেন ভরত, শত্রুঘ্ন, বিভীষণ। রয়েছেন রামভক্ত হনুমান। প্রত্যেক দিন নিত্যপুজো হয় এই মন্দিরে। বিশেষ বিশেষ তিথিগুলিতে হয় বড় আকারের আয়োজন। বছরে একবার নিয়ে আসা হয় রামচন্দ্রের সপরিবার মূর্তি।
advertisement
আরও পড়ুন : দেশি ঘিয়ের ১৩.৫ লক্ষ লাড্ডু সাজানো থরে থরে! রামলালার প্রাণপ্রতিষ্ঠায় স্টিলের পাত্রে প্রসাদের রকমফের
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ছোট – বড় রাম মন্দিরগুলি। ঠিক একইভাবে জেলার বহু পুরানো এই রাম মন্দিরটিতে বিশেষ আয়োজন করা হয়েছে। বিশেষ পুজো পাঠের পাশাপাশি ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : লন্ডন থেকে মনোবিদ, বায়োলজিস্ট সন্ন্যাসিনীরা অযোধ্যায় হাজির রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকতে
গ্রামের বাসিন্দারা বলছেন, ভরতচক গ্রামের এই রাম মন্দির প্রায় ১৩৫ বছরের পুরনো। সারা বছর এখানে রাম পরিবারের কাঠামো পুজো হয়। তবে মাঘী পূর্ণিমায় থাকে বিশেষ আয়োজন। সে সময় রাম পরিবারের নতুন মূর্তি নিয়ে আসা হয়। পুজো চলে আট দিন ধরে। আট দিন ধরে সেই মূর্তিতেই পুজো হয়। প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো তুলে এনে রাখা হয় মন্দিরে। তারপর সারা বছর ওই কাঠামোতেই চলে নিত্য পুজো। বিশেষ বিশেষ তিথিতে বড় আকারে পুজোর আয়োজন করা হয়। তবে জেলার এক প্রান্তে থাকা এই বহু পুরানো রাম মন্দিরটির খোঁজ জানেন না অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kulti Ram Mandir: মাঘী পূর্ণিমায় বিশেষ আয়োজন! আসানসোলের কুলটিতে ১৩৫ বছরের প্রাচীন এই মন্দিরে সপরিবারে নিত্য পূজিত রামচন্দ্র