Ram Mandir Inauguration Laddu : দেশি ঘিয়ের ১৩.৫ লক্ষ লাড্ডু সাজানো থরে থরে! রামলালার প্রাণপ্রতিষ্ঠায় স্টিলের পাত্রে প্রসাদের রকমফের

Last Updated:

Ram Mandir Inauguration Laddu : দেশি ঘিয়ে তৈরি হাজার হাজার লাড্ডু সাজিয়ে রাখা হচ্ছে। দেশি ঘিয়ের লাড্ডু তৈরি হচ্ছে দিনরাত

দেশি ঘিয়ের লাড্ডু তৈরি হচ্ছে দিনরাত
দেশি ঘিয়ের লাড্ডু তৈরি হচ্ছে দিনরাত
অযোধ্যা: রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে আজ অযোধ্যায় সাজো সাজো রব। শহরের ছোটি চাবনি ভবনের একতলা কার্যত পরিণত হয়েছে লাড্ডুর কারখানায়। কয়েক হাজার লাড্ডু এখানে থরে থরে সজ্জিত থালায়। কয়েকশো মানুষ দিনরাত লাড্ডু বানিয়ে চলেছেন। দেশি ঘিয়ে তৈরি হাজার হাজার লাড্ডু সাজিয়ে রাখা হচ্ছে। দেশি ঘিয়ের লাড্ডু তৈরি হচ্ছে দিনরাত।
প্রায় সাড়ে ১৩ লক্ষ লাড্ডু তৈরি হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগত ৮ হাজার আমন্ত্রিতদের মধ্যে বিতরণ করা হবে ওই প্রসাদ। সাধারণ মানুষের দর্শনের জন্য ২৩ জানুয়ারি থেকে খুলে যাবে মন্দিরের দরজা। তাঁরাও পাবেন দেশি ঘিয়ের লাড্ডু প্রসাদ।
advertisement
advertisement
তিন রকমের স্টিলের পাত্রে রাখা হচ্ছে দেশি ঘিয়ের তৈরি এই লাড্ডু। ১১ লাড্ডুর প্যাকেট দেওয়া হবে প্রাণপ্রতিষ্ঠায় আগত আমন্ত্রিতদের। বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং বিজেপি কর্মীদের জন্য থাকছে ৭ লাড্ডুর প্যাকেট। ৫ টি লাড্ডু আছে, এরকম প্যাকেট দেওয়া হবে ২৩ জানুয়ারিতে আগত সাধারণ দর্শনার্থীদের। স্টিলের পাত্রগুলিতে দেওয়া আছে রাম মন্দিরের স্টিকার।
advertisement
সাড়ে তেরো লক্ষ লাড্ডু তৈরি মুখের কথা নয়। স্বেচ্ছাসেবীরা দিনরাত এক করে লাড্ডু বানিয়ে চলেছেন। ২২ জানুয়ারির মধ্যে সব লাড্ডু তৈরি করে নিখুঁতভাবে ভরা হবে স্টিলের পাত্রে। নিশ্চিত করা হচ্ছে যাতে প্রত্যেক লাড্ডুর আকার আয়তন একইরকম হয়। পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন প্রাক্তন আমলা এনএন পাণ্ডে। তিনি ঝাড়খণ্ডের স্বরাষ্ট্রসচিব ছিলেন।
advertisement
প্রতিটা স্টিলের পাত্র দেওয়া হচ্ছে একটি ব্যাগে। সঙ্গে থাকছে তিনটি বই। যেখানে লেখা থাকছে রাম জন্মভূমির ইতিহাস। এছাড়াও ব্যাগে দেওয়া হচ্ছে একটি অঙ্গবস্ত্র। এই পবিত্র কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভক্ত তথা কর্মীরা আপ্লুত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Inauguration Laddu : দেশি ঘিয়ের ১৩.৫ লক্ষ লাড্ডু সাজানো থরে থরে! রামলালার প্রাণপ্রতিষ্ঠায় স্টিলের পাত্রে প্রসাদের রকমফের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement