ঘুগনি দিয়ে শুরু, বিরিয়ানি দিয়ে শেষ! উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোয় অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা! দেখুন কবে কী মেনু

Last Updated:

HS Exam 2025: আনলিমিটেড চা-জল তো ছিলই, পরীক্ষার দিনগুলোতে চাউমিন, বিরিয়ানির এলাহি আয়োজন। এক-এক দিন এক একরকম খাবার অভিভাবকদের জন্য। এমনই অভিনব আয়োজন করেছে হুগলির কোদালিয়া অঞ্চলের ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

+
ঘুগনি

ঘুগনি খাচ্ছেন অভিভাবকরা

হুগলি: আনলিমিটেড চা-জল তো ছিলই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে চাউমিন, বিরিয়ানির এলাহি আয়োজন। এক-এক দিন এক একরকম খাবার অভিভাবকদের জন্য। এমনই অভিনব আয়োজন করেছে হুগলির কোদালিয়া অঞ্চলের ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এমন অভিনব ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরাও।
রাতে শুতে গেলেন স্বামী-স্ত্রী, সকালে ঘুম ভাঙতেই ‘শিউরে’ উঠলেন যুবক…স্ত্রী কই? দু’জনের মাঝখানে এটা কী!
সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। চুঁচুড়া সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা-জলের ব্যবস্থা করা হয়। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মিদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে। আজ প্রথম দিনে ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের।
advertisement
advertisement
কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, “যতক্ষন পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে। তেমনি এক-এক দিন এক-একরকম খাওয়া দেওয়া হবে। ঘুগনি, চাউমিন, লুচি, শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। প্রায় একশ আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুলে। দেড়শজন মতো অভিভাবকের জন্য আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে খুশি অভিভাবকরা।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুগনি দিয়ে শুরু, বিরিয়ানি দিয়ে শেষ! উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোয় অভিভাবকদের জন্য এলাহি ব্যবস্থা! দেখুন কবে কী মেনু
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement