দূরে গেলে স্ত্রীকে পরিয়ে যেতেন 'লোহার অন্তর্বাস'...! তালা দিয়ে 'চাবি' নিয়ে যেতেন সঙ্গে! কারণ জানলে হতবাক হবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Iron Underwear: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, কয়েকশো বছর আগে, যখন কোনও রাজা তাঁর রানির প্রতি সন্দেহ করতেন, তখন তাঁকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন। এর পর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন।
advertisement
বিশ্বের বেশিরভাগ দেশেই রাজা-সম্রাটদের শাসন শেষ হয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, তাঁদের জীবনযাত্রা কেমন ছিল? সিনেমায় প্রায়শই রাজা-রাজড়াদের বিলাসবহুল জীবনযাত্রার ঝলক দেখা যায়। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে, যা বিতর্কিত এবং অজানা। যেমন, রাজারা যখন বাইরে যেতেন, তখন রানিরা যাতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ না হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিতেন।
advertisement
advertisement
এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @desijourneyofficial থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তাঁর সঙ্গে বেশ কিছু পুরনো সামগ্রী দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মহিলাদের জন্য তৈরি লোহার অন্তর্বাস দেখিয়ে বলছেন, "এটি মহিলাদের অন্তর্বাস। যেসব রাজারা তাঁদের রানিদের বিশ্বাস করতেন না, তাঁরা বাইরে যাওয়ার আগে এটি পরিয়ে তালা মেরে দিতেন। এটি অন্তত ৫০০ বছরের পুরনো।"
advertisement
advertisement
তবে News18 বাংলা এই ভিডিওতে বলা তথ্যের সত্যতা নিশ্চিত করছে না। কিন্তু এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি ১৮ কোটি বারেরও বেশি দেখা হয়েছে, ২৪ লক্ষ মানুষ এটি লাইক করেছেন এবং ৪৫ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। আশ্চর্যের বিষয়, এটি ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি বার শেয়ার করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement