দূরে গেলে স্ত্রীকে পরিয়ে যেতেন 'লোহার অন্তর্বাস'...! তালা দিয়ে 'চাবি' নিয়ে যেতেন সঙ্গে! কারণ জানলে হতবাক হবেন

Last Updated:
Iron Underwear: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, কয়েকশো বছর আগে, যখন কোনও রাজা তাঁর রানির প্রতি সন্দেহ করতেন, তখন তাঁকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন। এর পর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন।
1/10
রাজা-রাজড়াদের যুগে শাসকদের জীবনযাপন, ক্ষমতা, এবং পারিবারিক সম্পর্ক ঘিরে বহু চমকপ্রদ ও বিতর্কিত কাহিনি শোনা যায়। ইতিহাসে অনেক সময় দাবি করা হয় যে, বিশ্বাসঘাতকতা ঠেকাতে কিছু রাজা তাঁদের রানিদের জন্য বিশেষ ধাতব আন্ডারগার্মেন্ট তৈরি করাতেন, যা তালাবদ্ধ থাকত। এ কথা কি সত্যি? জানলে চমকাবেন। viral-kings-made-their-queens-wear-iron-underwear-used-to-lock-it-while-hunting-and-even-took-key-with-them
রাজা-রাজড়াদের যুগে শাসকদের জীবনযাপন, ক্ষমতা, এবং পারিবারিক সম্পর্ক ঘিরে বহু চমকপ্রদ ও বিতর্কিত কাহিনি শোনা যায়। ইতিহাসে অনেক সময় দাবি করা হয় যে, বিশ্বাসঘাতকতা ঠেকাতে কিছু রাজা তাঁদের রানিদের জন্য বিশেষ ধাতব আন্ডারগার্মেন্ট তৈরি করাতেন, যা তালাবদ্ধ থাকত। এ কথা কি সত্যি? জানলে চমকাবেন।
advertisement
2/10
বিশ্বের বেশিরভাগ দেশেই রাজা-সম্রাটদের শাসন শেষ হয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, তাঁদের জীবনযাত্রা কেমন ছিল? সিনেমায় প্রায়শই রাজা-রাজড়াদের বিলাসবহুল জীবনযাত্রার ঝলক দেখা যায়। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে, যা বিতর্কিত এবং অজানা। যেমন, রাজারা যখন বাইরে যেতেন, তখন রানিরা যাতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ না হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিতেন।
বিশ্বের বেশিরভাগ দেশেই রাজা-সম্রাটদের শাসন শেষ হয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, তাঁদের জীবনযাত্রা কেমন ছিল? সিনেমায় প্রায়শই রাজা-রাজড়াদের বিলাসবহুল জীবনযাত্রার ঝলক দেখা যায়। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে, যা বিতর্কিত এবং অজানা। যেমন, রাজারা যখন বাইরে যেতেন, তখন রানিরা যাতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ না হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিতেন।
advertisement
3/10
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, কয়েকশো বছর আগে, যখন কোনও রাজা তাঁর রানির প্রতি সন্দেহ করতেন, তখন তাঁকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন। এরপর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, কয়েকশো বছর আগে, যখন কোনও রাজা তাঁর রানির প্রতি সন্দেহ করতেন, তখন তাঁকে লোহার অন্তর্বাস পরিয়ে দিতেন। এরপর সেটিতে তালা মেরে শিকারে বেরিয়ে যেতেন এবং চাবি নিজের কাছে রাখতেন।
advertisement
4/10
এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @desijourneyofficial থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তাঁর সঙ্গে বেশ কিছু পুরনো সামগ্রী দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মহিলাদের জন্য তৈরি লোহার অন্তর্বাস দেখিয়ে বলছেন, "এটি মহিলাদের অন্তর্বাস। যেসব রাজারা তাঁদের রানিদের বিশ্বাস করতেন না, তাঁরা বাইরে যাওয়ার আগে এটি পরিয়ে তালা মেরে দিতেন। এটি অন্তত ৫০০ বছরের পুরনো।"
এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @desijourneyofficial থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তাঁর সঙ্গে বেশ কিছু পুরনো সামগ্রী দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মহিলাদের জন্য তৈরি লোহার অন্তর্বাস দেখিয়ে বলছেন, "এটি মহিলাদের অন্তর্বাস। যেসব রাজারা তাঁদের রানিদের বিশ্বাস করতেন না, তাঁরা বাইরে যাওয়ার আগে এটি পরিয়ে তালা মেরে দিতেন। এটি অন্তত ৫০০ বছরের পুরনো।"
advertisement
5/10
ভিডিওতে দেখা যায়, এই অন্তর্বাস এমনভাবে তৈরি যাতে এটি পরে মহিলারা দৈনন্দিন কাজ করতে পারেন, তবে রাজারা শুধুমাত্র অবিশ্বাসের কারণে এটি ব্যবহার করতেন। বিশেষ করে তাঁদের সেই রানিদের জন্য, যাদের তাঁরা সন্দেহ করতেন।
ভিডিওতে দেখা যায়, এই অন্তর্বাস এমনভাবে তৈরি যাতে এটি পরে মহিলারা দৈনন্দিন কাজ করতে পারেন, তবে রাজারা শুধুমাত্র অবিশ্বাসের কারণে এটি ব্যবহার করতেন। বিশেষ করে তাঁদের সেই রানিদের জন্য, যাদের তাঁরা সন্দেহ করতেন।
advertisement
6/10
তবে News18 বাংলা এই ভিডিওতে বলা তথ্যের সত্যতা নিশ্চিত করছে না। কিন্তু এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি ১৮ কোটি বারেরও বেশি দেখা হয়েছে, ২৪ লক্ষ মানুষ এটি লাইক করেছেন এবং ৪৫ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। আশ্চর্যের বিষয়, এটি ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি বার শেয়ার করা হয়েছে।
তবে News18 বাংলা এই ভিডিওতে বলা তথ্যের সত্যতা নিশ্চিত করছে না। কিন্তু এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি ১৮ কোটি বারেরও বেশি দেখা হয়েছে, ২৪ লক্ষ মানুষ এটি লাইক করেছেন এবং ৪৫ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। আশ্চর্যের বিষয়, এটি ১ কোটি ৪৮ লক্ষেরও বেশি বার শেয়ার করা হয়েছে।
advertisement
7/10
এই বিষয়ে নানা পুরাতাত্ত্বিক নিদর্শন এবং সাহিত্যিক রচনায় কিছু ইঙ্গিত পাওয়া গেলেও, আধুনিক গবেষকরা একে নিছক গল্প বা অতিরঞ্জিত কল্পনা বলে মনে করেন। মধ্যযুগীয় ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে নারী ও পুরুষের উপর আরোপিত কঠোর সামাজিক বিধিনিষেধের নজির রয়েছে, যা এই ধরনের গল্পের জন্ম দিতে পারে। এই প্রেক্ষাপটে, ধাতব অন্তর্বাস বা ‘চাস্টিটি বেল্ট’ নিয়ে প্রচলিত ধারণা, তার বাস্তবতা, এবং এই ধারণার পেছনের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ।
এই প্রেক্ষাপটে, ধাতব অন্তর্বাস বা ‘চাস্টিটি বেল্ট’ নিয়ে প্রচলিত ধারণা, তার বাস্তবতা, এবং এই ধারণার পেছনের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ।
advertisement
8/10
একজন মহিলা ব্যবহারকারী রূহ বিন্দ মন্তব্য করেছেন, "আমি মনে করি এটি ভুয়ো তথ্য। রানি কি তাহলে রাজা ফিরে না আসা পর্যন্ত মল-মূত্র ত্যাগ করতেন না?" অন্য একজন ব্যবহারকারী মাধবী চৌধুরী লিখেছেন, "এই অন্তর্বাস রানিদের জন্য নয়, বরং রাজাদের জন্য তৈরি হয়েছিল। তাঁরা যুদ্ধের সময় এটি পরতেন, যাতে চোট না লাগে।"
একজন মহিলা ব্যবহারকারী রূহ বিন্দ মন্তব্য করেছেন, "আমি মনে করি এটি ভুয়ো তথ্য। রানি কি তাহলে রাজা ফিরে না আসা পর্যন্ত মল-মূত্র ত্যাগ করতেন না?" অন্য একজন ব্যবহারকারী মাধবী চৌধুরী লিখেছেন, "এই অন্তর্বাস রানিদের জন্য নয়, বরং রাজাদের জন্য তৈরি হয়েছিল। তাঁরা যুদ্ধের সময় এটি পরতেন, যাতে চোট না লাগে।"
advertisement
9/10
আরেকজন মহিলা মন্তব্য করেছেন, "এর মানে কি রাজা-সম্রাটদের নিয়ে আমরা যে সিরিয়াল দেখি, সেগুলোর সাজপোশাক সব মিথ্যে? তাহলে কি সেই যুগের পোশাক এত ভয়ঙ্কর ছিল?"
আরেকজন মহিলা মন্তব্য করেছেন, "এর মানে কি রাজা-সম্রাটদের নিয়ে আমরা যে সিরিয়াল দেখি, সেগুলোর সাজপোশাক সব মিথ্যে? তাহলে কি সেই যুগের পোশাক এত ভয়ঙ্কর ছিল?"
advertisement
10/10
এই বিষয়ে নানা পুরাতাত্ত্বিক নিদর্শন এবং সাহিত্যিক রচনায় কিছু ইঙ্গিত পাওয়া গেলেও, আধুনিক গবেষকরা একে নিছক গল্প বা অতিরঞ্জিত কল্পনা বলে মনে করেন। মধ্যযুগীয় ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে নারী ও পুরুষের উপর আরোপিত কঠোর সামাজিক বিধিনিষেধের নজির রয়েছে, যা এই ধরনের গল্পের জন্ম দিতে পারে। viral-kings-made-their-queens-wear-iron-underwear-used-to-lock-it-while-hunting-and-even-took-key-with-them
এই বিষয়ে নানা পুরাতাত্ত্বিক নিদর্শন এবং সাহিত্যিক রচনায় কিছু ইঙ্গিত পাওয়া গেলেও, আধুনিক গবেষকরা একে নিছক গল্প বা অতিরঞ্জিত কল্পনা বলে মনে করেন। মধ্যযুগীয় ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে নারী ও পুরুষের উপর আরোপিত কঠোর সামাজিক বিধিনিষেধের নজির রয়েছে, যা এই ধরনের গল্পের জন্ম দিতে পারে।
advertisement
advertisement
advertisement