ইলিশ...! ভুলেই যেতে হবে এ বছর? পদ্মার 'ইলিশ' আসা বন্ধ হয়ে গেল ভারতে, বাংলাদেশ এ কী করল!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Hilsa Fish: বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশি জেলেদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
সরকারি নির্দেশনা অনুসারে, এই সময়কালে মাছ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ আইন লঙ্ঘন করে মাছ ধরলে, তাকে বাংলাদেশ মৎস্য আইনে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত এলাকায় মাইকিং করে জেলেদের সতর্ক করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মূলত, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং জাটকা রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলেদের জীবনযাত্রার কথা বিবেচনা করে সরকার তাঁদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কোনও ধরনের জাল বা অন্য সরঞ্জাম ব্যবহার করে মাছ আহরণ করা যাবে না।