Gangasagar Mela 2025: পুণ্যলাভ নয়, গোপালের মতো শিশু কিশোররা গঙ্গাসাগরে আসে পেটের জ্বালায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gangasagar Mela 2025:সাগরতটে পুণ্যার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছে তার নিজের মনস্কামনা পূরণের জন্য আবার কেউ মকর সংক্রান্তিতে সাগরে ডুব দিয়ে পুণ্য লাভের আশায়।
সুমন সাহা, গঙ্গাসাগর : দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুসন্তু তীর্থযাত্রীরা হাজির গঙ্গাসাগর মেলায়। এ বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা কোটি ছাড়িয়েছে বলে দাবি প্রশাসনে। পুণ্যস্নান সেরে একে একে বাড়ির পথে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এবারও রেকর্ড ভিড় গঙ্গাসাগরে। সাগরতটে পুণ্যার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছে তার নিজের মনস্কামনা পূরণের জন্য আবার কেউ মকর সংক্রান্তিতে সাগরে ডুব দিয়ে পুণ্য লাভের আশায়।
তবে ক্যানিং থেকে আসা ছোট্ট গোপাল পুণ্য লাভের আশায় নয়, সে এসেছে তাঁর পেটের জ্বালায়। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের ছোট্ট নাবালক গোপালের সংসার চালানোর মতো পরিবারে কেউ নেই। দিদার কাছে ছোট্ট থেকে মানুষ। যখন দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা তীর্থ করবার জন্য বা পুণ্য অর্জনের জন্য মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের বুকে ডুব দেন, তখন তাদের হাতে একটি বা দুটি টাকা দিয়ে গঙ্গার বুকে ছুঁড়ে দেয়, সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে সেই সব টাকা চুম্বকের মাধ্যমে ছোট্ট নাবালক গোপাল তুলে নিচ্ছে।
advertisement
আরও পড়ুন : আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, কোচবিহারে কয়েকশো বছরের মন্দিরের টানে প্রতি বছর ছুটে আসেন বহু অসমবাসী
সে কেবল পেটের ক্ষুধা নিবারণের জন্য ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে একা একা গঙ্গাসাগরে পাড়ি দিয়েছে। শুধু গোপাল নয়, রয়েছে অমর-সহ আরও অনেক নাবালক বা যুবক। শুধু গঙ্গাসাগর নয় বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় এই ধরনের ধর্মানুষ্ঠান হয় সেখানে পৌঁছে যান তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 4:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: পুণ্যলাভ নয়, গোপালের মতো শিশু কিশোররা গঙ্গাসাগরে আসে পেটের জ্বালায়