Gangasagar Mela 2019: সাগরে সংক্রান্তি, মাঝরাত থেকেই শুরু পুণ্যস্নান
Last Updated:
সাগর এখন পুণ্যার্থীদের সমুদ্র। জোড় হাতে শ্রদ্ধা নিবেদন। হার মানাতে পারেনি হাড় কাঁপানো শীতও। পৌষ সংক্রান্তির পুণ্যস্নান শুরুর আগেই সাগরে একের পর এক ডুব পুণ্যার্থীদের।
#সাগর: ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে পুণ্যস্নান৷ লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগরে৷ থিকথিকে ভিড় কপিল মুনির আশ্রমে৷ কলকাতা থেকে সাগরে পৌঁছতে সরকারি-বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। রয়েছে লঞ্চ ও ভেসেল পরিষেবাও। সবমিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগর।
সাগর এখন পুণ্যার্থীদের সমুদ্র। জোড় হাতে শ্রদ্ধা নিবেদন। হার মানাতে পারেনি হাড় কাঁপানো শীতও। পৌষ সংক্রান্তির পুণ্যস্নান শুরুর আগেই সাগরে একের পর এক ডুব পুণ্যার্থীদের। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগরে পরিণত হয়েছে। সোমবার মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার পুণ্যস্নান। পুণ্যের খোঁজে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও।
advertisement
লাখো লাখো পুণ্যার্থীর গন্তব্য এখন একটাই। পৌষ সংক্রান্তির পুণ্যস্নানের জন্য এখন কয়েক লক্ষ মানুষের ভিড় গঙ্গাসাগরে। তিল ধারণের জায়গা নেই কপিল মুনির আশ্রমের বাইরে। এদিন পুণ্যার্থীদের ভিড়ে চোখে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। সাগরের জলে পবিত্র ডুব দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন বিদ্যুৎমন্ত্রী।
advertisement
গঙ্গাসাগরে পৌছতে কলকাতা থেকে পর্যাপ্ত সরকারি-বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। বাসে আট নম্বর লটে নামছেন পুণ্যার্থীরা। তারপর লঞ্চ ও ভেসেলে কচুবেরিয়া। সেখান থেকে ফের বাস ধরে গঙ্গাসাগর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2019 9:21 AM IST