#সাগর: ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে পুণ্যস্নান৷ লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগরে৷ থিকথিকে ভিড় কপিল মুনির আশ্রমে৷ কলকাতা থেকে সাগরে পৌঁছতে সরকারি-বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। রয়েছে লঞ্চ ও ভেসেল পরিষেবাও। সবমিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগর।
সাগর এখন পুণ্যার্থীদের সমুদ্র। জোড় হাতে শ্রদ্ধা নিবেদন। হার মানাতে পারেনি হাড় কাঁপানো শীতও। পৌষ সংক্রান্তির পুণ্যস্নান শুরুর আগেই সাগরে একের পর এক ডুব পুণ্যার্থীদের। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগরে পরিণত হয়েছে। সোমবার মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার পুণ্যস্নান। পুণ্যের খোঁজে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও।
লাখো লাখো পুণ্যার্থীর গন্তব্য এখন একটাই। পৌষ সংক্রান্তির পুণ্যস্নানের জন্য এখন কয়েক লক্ষ মানুষের ভিড় গঙ্গাসাগরে। তিল ধারণের জায়গা নেই কপিল মুনির আশ্রমের বাইরে। এদিন পুণ্যার্থীদের ভিড়ে চোখে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। সাগরের জলে পবিত্র ডুব দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন বিদ্যুৎমন্ত্রী।
গঙ্গাসাগরে পৌছতে কলকাতা থেকে পর্যাপ্ত সরকারি-বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। বাসে আট নম্বর লটে নামছেন পুণ্যার্থীরা। তারপর লঞ্চ ও ভেসেলে কচুবেরিয়া। সেখান থেকে ফের বাস ধরে গঙ্গাসাগর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gangasagar mela 2019, Makar Sankranti 2019, Poush Sankranti